রাজধানীর কামরাঙ্গিরচড়ের রনি মার্কেট এলাকায় একটি জুতার দোকানে সেলফ থেকে জুতা নামানোর সময় পরে গিয়ে মো: রাকিব (১৮) বছর বয়সী এক কর্মচারী নিহত হয়েছে।
রোববার (২৪ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে কামরাঙ্গিরচড় জিয়া স্মরনীর রনি মার্কেটে এই ঘটনাটি ঘটে। পরে মুমুর্ষ অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি নিয়ে আসলে চিকিৎসক রাত পৌনে ৯টার দিকে তাকে মৃত ঘোষনা করেন।
নিহতকে(ঢামেক) নিয়ে আসা মৃত রাকিবের সহকর্মী মোঃ রাব্বী হাসান জানান, আমারা কামরাঙ্গিরচড় জিয়া স্মরনীতে জিয়া সুজ নামে একটি দোকানে কাজ করি। আজ সন্ধ্যার দিকে দোকানের ভিতরে মই দিয়ে সেলফ থেকে জুতা নামানোর সময় অসাবধনতাবসত নিচে পরে গিয়ে গুরুতর আহত হয়। পরে তাকে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে কত বড় তো চিকিৎসক তাকে মৃত বলে জানান।
তিনি আরও বলেন,রাকিবের গ্রামের বাড়ি বরিশাল জেলার আগৈলঝড়া থানার শেরাল গ্রামের আনোয়ার হোসেনের ছেলে। বর্তমানে কামরাঙ্গিরচড় রনি মার্কেট এলাকায় থাকতো।
ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো: বাচ্চুমিয়া বলেন, মরদেহ ময়না তদন্তের জন্য ঢাকা মেডিকেল জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।
একুশে সংবাদ/এস কে
আপনার মতামত লিখুন :