ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (ডিপিডিসি)-এর ১৮ তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২ জানুয়ারি) বিদ্যুৎ ভবনস্থ ডিপিডিসি’র সম্মলেন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় সভাপতিত্ব করেন ডিপিডিসি’র পরিচালনা পর্ষদের চেয়ারম্যান ও বিদ্যুৎ বিভাগের সিনিয়র সচিব জনাব মোঃ হাবিবুর রহমান।
বার্ষিক সাধারণ সভায় ২০২২-২৩ অর্থ বৎসরের লাভ ক্ষতির হিসাব, স্থতিপিত্র, ২০২২-২৩ অর্থ বৎসরের বহিঃনিরীক্ষা প্রতিবেদন ও পরিচালকবৃন্দের প্রতিবেদন উপস্থাপন এবং অনুমোদন করা হয়।
এছাড়াও সভায় কোম্পানরি অবসর গ্রহণকারী পরচিালকবৃন্দের স্থলে পরিচালক নির্বাচন/ পুনঃ নির্বাচন করা হয় এবং আগামী ৩০ জুন, ২০২৪ খ্রি. তারিখে সমাপ্ত অর্থ বৎসরের জন্য (পরবর্তী বার্ষিক সাধারণ সভা পর্যন্ত) কোম্পানির বহিঃনিরীক্ষক নিয়োগ ও পারিতোষিক নির্ধারণ করা হয়।
২০২২-২৩ অর্থবছরে ডিপিডিসি’র র্কাযক্রমে শেয়ারহোল্ডার ও পরিচালকবৃন্দ সন্তোষ প্রকাশ করেন। সভায় ডিপিডিসি’র পরিচালনা পর্ষদের পরিচালকবৃন্দ, শেয়ারহোল্ডারগণ এবং ডিপিডিসি’র উর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
একুশে সংবাদ/ন.প্র/জাহা
আপনার মতামত লিখুন :