বাংলাদেশ গার্মেন্টস বায়িং হাউস এসোসিয়েশন অর্থাৎ বিজিবিএ এর ১ম নির্বাচন আগামী ২রা মার্চ, ২০২৪ এ অনুষ্ঠিত হবে। নির্বাচন উপলক্ষে পরিচিতি সভার আয়োজন করে সংবাদ সম্মেলন করেছে এক প্যানেল `ইউনাইটেড ফোরাম`।
মঙ্গলবার (২৩ জানুয়ারী) ঢাকা রিপোর্টার্স ইউনিটির নসরুল হামিদ মিলনায়তনে ইউনাইটেড ফোরামের আহবায়ক আনিসুর রহমান এ সংবাদ সম্মেলনের আয়োজন করেন।
তিনি বলেন, নির্বাচনে অংশগ্রহণের লক্ষ্যে একঝাঁক তারন্যের সমাগম আমাদের প্রিয় “ইউনাইটেড ফোরামে"। উদীয়মান তারন্য নির্ভর ইউনাইটেড ফোরাম। আসন্ন নির্বাচনে আমাদের ইউনাইটেড ফোরামের প্যানেল লিডার ও বিজিবিএ`র ২০২৪-২০২৬ মেয়াদের জন্য সভাপতি পদপ্রার্থী মোহাম্মদ মফিজ উল্লাহ্ বাবলু। ম্যানেজিং পার্টনার জেবিএল ফ্যাসন্স, বিজিবি সদস্য নং বি ০০৪২৯।
সংবাদ সম্মেলনে বিজিবিএ সভাপতি প্রার্থী মোহাম্মদ মফিজ উল্লাহ্ বাবলু বলেন, ১৯৭১ সালের স্বাধীনতার পর থেকে বাংলাদেশ নামক ছোট্ট জনবহুল একটি দেশের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হওয়া ছিল একটি বড় চ্যালেঞ্জ যা এখনো অব্যাহত। দেশের অর্থনীতি নামক মেরুদণ্ড কে সোজা ও শক্ত করার ক্ষেত্রে যে সকল সেক্টর গুরুত্বপুর্ন ভুমিকা পালন করে তার মধ্যে অন্যতম, লক্ষ লক্ষ গরীব প্রবাসীর ঘাম ঝরানোর মাধ্যমে অর্জিত বৈদেশিক মুদ্রা। এরপরেই আসে সেই সেক্টরের শতভাগ রপ্তানিমুখী পোশাকশিল্প। আর এই পোশাক শিল্পের চাকাকে চালু রাখার জন্য ফুয়েলের বা মূল ভুমিকায় আছে বাংলাদেশের নাম
জানা, অজানা স্ব-উদ্যোগে প্রতিষ্ঠিত অগনিত বায়িং হাউসসমুহ।
তিনি বলেন, আমাদের সর্বশেষ তথ্যমতে দেশের রপ্তানি করা পোশাক শিল্পের প্রায় শতকরা ৮০ ভাগ কার্যাদেশ বা অর্ডার সংগৃহীত ও বাস্তবায়ন হয় এসকল বায়িং হাউসের মাধ্যমে। এই বায়িং হাউসের মালিকদের সংগঠনের নাম বাংলাদেশ গার্মেন্ট বায়িং হাউস এসোসিয়েশন বা সংক্ষেপে বিজিবিএ। বহু ঘাত প্রতিঘাত ও বাঁধা পেড়িয়ে সংগঠনটি অবশেষে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বানিজ্য মন্ত্রনালয়ের অধিনে একটি স্বতন্ত্র ব্যবসায়িক সংগঠন হিসাবে স্বীকৃতি পায়।
মফিজ উল্লাহ্ বাবলু বলেন, এটিকে পুর্নতা, পেশাদারিত্ব ও স্বতন্ত্র রুপ দেয়ার লক্ষ্যে সরকারি ভাবে পদক্ষেপ নেওয়া হয়েছে। যার ধারাবাহিকতায় আগামী ২রা মার্চ`২০২৪ সংগঠনটির পরিচালনা পর্ষদ গঠনের লক্ষে
প্রথম নির্বাচন অনুষ্ঠিত হবে। সাধারন সদস্যগণ তাদের মুল্যবান ভোট প্রদান করে তাদের আগামী দিনের নেতৃত্ব নির্ধারন করবেন। `বিজিবিএ` নির্বাচনকে কেন্দ্র করে কিছু আলোকিত, তরুন, উদীয়মান, অদম্য সাহসী, সৎ, নেতৃত্বগুন সম্পন্ন, যোগ্য কিছু বায়িং হাউস মালিকের সমন্বয়ে আজ আত্মপ্রকাশ হচ্ছে আমাদের প্লাটফর্ম " ইউনাইটেড ফোরাম”। এই ফোরাম হবে বায়িং হাউসের সকল মালিকের আনন্দ বেদনার সঙ্গী।
তিনি বলেন, সকল সদস্যের ভালোবাসার ফোরাম হবে ইউনাইটেড ফোরাম। যোগ্য নেতৃত্ব তৈরি করা আমাদের ফোরামের অন্যতম কাজ।
পোশাক রপ্তানি শিল্পের সাথে জড়িত অন্যান্য প্রতিষ্ঠিত ব্যবসায়িক সংগঠনের মতো আমাদের সংগঠনও ব্যবসা প্রসারে ও জাতীয় রাজস্ব অর্জনে ভূমিকা রেখে দেশের জাতীয় অর্থনিতির চাকা সচল রাখতে সরকারের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করবে। যার বাস্তবায়নের কেন্দ্র হবে বাংলাদেশ গার্মেন্ট বায়িং হাউস এসোসিয়েশন।
বাবলু বলেন, আসন্ন নির্বাচনেও আমাদের ফোরাম অগ্রণী ভূমিকা পালন করে সৎ, সাহসী ও যোগ্য নেতৃত্ব উপহার দিয়ে বিজিবিএ কে পরিপুর্নতা লাভ করবে। সেই লক্ষে খুব শীঘ্রই নির্বাচনের প্যানেল ও ইশতেহার প্রকাশ করবো। আমাদের ফোরাম এর আত্মপ্রকাশের এই আনন্দঘন মুহূর্তকে স্মরণীয় করে আপনাদের সদয় অবগতির জন্য আজকের এ আয়োজন।
এই ফোরামের অন্যান্য পদপ্রার্থীরা এ সময় উপস্থিত ছিলেন।
একুশে সংবাদ/রাফি/বাবু/বিএইচ
আপনার মতামত লিখুন :