AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ১১ এপ্রিল, ২০২৫, ২৭ চৈত্র ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

বাণিজ্য মেলা ঘিরে তীব্র যানজট ভোগান্তিতে দর্শনার্থীরা


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
০৮:৩৫ পিএম, ৯ ফেব্রুয়ারি, ২০২৪
বাণিজ্য মেলা ঘিরে তীব্র যানজট ভোগান্তিতে দর্শনার্থীরা

রাজধানীর উপকণ্ঠ পূর্বাচল নিউ টাউনে বঙ্গবন্ধু বাংলাদেশ-চীন মৈত্রী প্রদর্শনী কেন্দ্রে চলছে ২৮তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা। সাপ্তাহিক বন্ধের দিনে বাণিজ্যমেলায় দর্শনার্থীদের উপচেপড়া ভিড়। এতে বাণিজ্য মেলার প্রবেশমুখের সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে, ব্যাপক ভোগান্তিতে পড়েছেন দর্শনার্থীরা।

 

শুক্রবার (৯ ফেব্রুয়ারি) সন্ধ্যায় সরেজমিনে দেখা যায়, বাণিজ্য মেলার সামনের সড়কে তীব্র যানজট।

রাজধানীসহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা বাস, ট্রাক, কার্গো ভ্যান, ব্যাক্তিগত গাড়িসহ স্থানীয় অটো বা ত্রিচক্র যানসহ শত শত গাড়ি অনেক সময় ধরে এক জায়গায় থমকে আছে বাণিজ্য মেলার সামনের সড়কে। প্রায় ২ কিলোমিটারের বেশি সড়কে তীব্র যানজট। যারা বাণিজ্য মেলায় যাচ্ছেন তারা অনেকে গাড়ি থেকে নেমে পায়ে হেঁটেই রওনা দিয়েছেন মেলায় প্রবেশের উদ্দেশে। যারা বাণিজ্য মেলা থেকে বের হচ্ছেন তারা এই জ্যাম দেখে কেউ কেউ পায়ে হেঁটেই রওনা দেন।

বাণিজ্য মেলায় আজ দর্শনার্থীদের ভিড় বেশি। মেলা থেকে বাহিরে বের হয়ে দেখি পুরো রাস্তায় তীব্র যানজট। তাই পায়ে হেঁটেই রওনা দিতে বাধ্য হয়েছি। শুক্রবার দিন বাণিজ্য মেলায় আসতে তেমন বেগ পেতে হয়নি। তবে বাণিজ্যমেলা প্রবেশের আগে সামনের সড়কে তীব্র যানজটে অনেকক্ষণ ধকে অপেক্ষা করতে হয়েছে।

এবারের বাণিজ্য মেলায় বিভিন্ন ক্যাটাগরির প্যাভিলিয়ন ও স্টলের সংখ্যা ৩৫১টি। এছাড়া দুই হলে ১৭৪টি স্টল বরাদ্দ দেয়া হয়েছে। একই সঙ্গে থাকছে রেস্তোরাঁ, মসজিদ, ব্যাংক, এটিএম বুথ, শিশু পার্ক, মা ও শিশু কেন্দ্র।
 

একুশে সংবাদ/এনএস

Link copied!