চলছে অমর একুশে বইমেলা। প্রতিবারের মতো এবারও মেলায় কঠোর অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। মেলার সার্বিক নিরাপত্তায় এক হাজারের বেশি পুলিশ সদস্য নিয়োজিত রয়েছেন।
শনিবার (১৭ ফেব্রুয়ারি) বইমেলা ঘুরে এমন চিত্র দেখা যায়।
ছুটির দিন হওয়ায় শনিবার ক্রেতা-দর্শনার্থীদের ছিল উপচে পড়া ভিড়। দীর্ঘ লাইন ধরে সুশৃঙ্খলভাবে দর্শনার্থীরা মেলায় প্রবেশ করেন। এ সময় নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশ সদস্যরা দর্শনার্থীদের সঙ্গে থাকা ব্যাগ তল্লাশি করেন।
ডিএমপির রমনা জোনের এডিসি মো. আখতারুল ইসলাম সময় সংবাদকে বলেন, ডিএমপির প্রায় প্রতিটি থানার পুলিশ সদস্যদের দায়িত্ব পড়ে বইমেলায়।
তিনি বলেন, বইমেলার সার্বিক নিরাপত্তা নিশ্চিতে এক হাজারের বেশি পুলিশ সদস্য নিয়োজিত রয়েছেন। বিশেষ দিনগুলোতে আরও বেশি পুলিশ সদস্য মোতায়েন করা হয়।
প্রতিবছরই অমর একুশে বইমেলার আয়োজন করে বাংলা একাডেমি কর্তৃপক্ষ। ফেব্রুয়ারি মাসজুড়ে বাংলা একাডেমি ও সোহরাওয়ার্দী উদ্যান প্রাঙ্গণে চলে অমর একুশে বইমেলা।
একুশে সংবাদ/স.ট.প্র/জাহা
আপনার মতামত লিখুন :