কয়েকদিন ধরেই রাজধানীতে শীতের প্রকোপ কমে কিছুটা গরম অনুভূত হচ্ছে। তাপমাত্রা বাড়ার এই সময়ে ফাগুন মাসের শুরুতেই রাজধানীতে শুরু হয়েছে ঝুম বৃষ্টি।
বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ৪টার পর থেকে শুরু হয় বৃষ্টি। রাজধানীর বিভিন্ন এলাকা থেকে পাওয়া গেছে বৃষ্টির খবর।
এর আগে আবহাওয়া অফিস জানিয়েছিল, আজ বৃহস্পতিবার ঢাকা বিভাগসহ দেশের চার বিভাগে মাঝারী থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ সময় দমকা হাওয়ার সঙ্গে শিলাবৃষ্টিও হতে পারে।
আবহাওয়াবিদ আব্দুর রহমান খান বলেন, ঢাকা, সিলেট, রাজশাহী ও ময়মনসিংহ বিভাগের জেলাগুলোতে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা আছে। বৃষ্টির সঙ্গে দমকা হাওয়া ও শিলাবৃষ্টিও হতে পারে।
উত্তরাঞ্চলে বেশি বৃষ্টি হবে বলে জানান আবহাওয়াবিদ আব্দুর রহমান খান।
এদিকে আজ বৃহস্পতিবার সকাল থেকে রাজধানী ঢাকার আকাশে মেঘ রয়েছে। সকাল থেকে এই প্রতিবেদন লেখা পর্যন্ত মেলেনি সূর্যের দেখা।
আবহাওয়াবিদ আব্দুর রহমান খান বলেন, সকাল থেকে রাজধানীর আকাশ মেঘলা ছিল। দিনের পাশাপাশি রাতের তাপমাত্রাও বাড়বে।
একুশে সংবাদ/ই.ট.প্র/জাহা
আপনার মতামত লিখুন :