রাজধানীর হাজারীবাগের কালুনগর এলাকায় রুহি আক্তার (১৮) নামে এক তরুণীর রহস্যজনক মৃত্যু হয়েছে। সে পেশায় বিউটিশিয়ান।
রোববার (২৫ ফেব্রুয়ারি) রাত এগারোটার দিকে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল জরুরী বিভাগে নিয়ে আসলে সোমবার (২৬ ফেব্রুয়ারি)সকাল ১১ টার দিকে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
নিহতকে (ঢামেক) হাসপাতালে নিয়ে আসা মোঃ রিফাত হাসান জানান, নিহত রুহির সঙ্গে আমার চার মাস আগে পরিচয় হয়, পরে জনতে পারি শাওন নামে এক ছেলের সঙ্গে রুহির প্রেমের সম্পর্ক আছে। তখন আমি ওর সাথে চলাফেরা বন্ধ করে দেই, পরে আমার এক বন্ধু আরমানকে নিয়ে গত রাতে হাজারীবাগে তার বাসায় যাই। তাকে বাসায় গিয়ে অচেতন অবস্থায় দেখতে পাই। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসাধীন অবস্থায় আজ মারা যায় সে।
তিনি আরো বলেন, নিহতের গ্রামের বাড়ি টাঙ্গাইল জেলার মধুপুর থানা এলাকায়। বর্তমানে ধানমন্ডি রোড নম্বর ১৫ বাসা নম্বর ৩০৭/এ আটতলা ভবনের দ্বিতীয় তলায় থাকতেন।
ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ মোঃ বাচ্চু মিয়া বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে, বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে। এ ঘটনায় তিন যুবককে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। পরে তিনজকে হাজারীবাগ থানা পুলিশের কাছে সপর্দ করা হয়েছে।
একুশে সংবাদ/আ.জ.প্র/জাহা
আপনার মতামত লিখুন :