বাংলাদেশের মহিলা ডেন্টাল সার্জনদের প্রথম বৈজ্ঞানিক সেমিনার এবং ৪র্থ বার্ষিক বৈঠক ২০২৪ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার ( ১লা মার্চ ) ধানমন্ডি সাতমসজিদ রোডের ইমপেরিয়াল আমিন আহম্মেদ সেন্টার এর ঐতিহ্যবাহী রেস্টুরেন্ট অ্যামব্রোসিয়া ইনফিনিটি লাউঞ্জে এ অনুষ্ঠানের আয়োজন করে ফিমেল ডেন্টাল সার্জন অফ বাংলাদেশ ক্লাব (এফডিএসবি)।
এ সময় বক্তব্য রাখেন প্রফেসর ডাঃ উম্মে সালমা আব্দুল্লাহ, প্রফেসর ডাঃ ইসমাতআরা হায়দার লিটা, প্রফেসর সাহানা দস্তগীর, ডাঃ নাজিয়া মেহনাজ জতী সহ ডেন্টাল সার্জনরা। এ সময় তারা সারা বাংলাদেশের মহিলা ডেন্টাল সার্জনদের নিয়োগ বাড়ানোর দাবি করেন। ডেন্টাল মেডিকেল ইকুইপমেন্টের দাম কমানোর জন্য মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার হস্তক্ষেপ কমনা করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সারা বাংলাদেশ থেকে আগত মহিলা ডেন্টাল সার্জনরা। সহযোগিতায় ছিলেন একমি, মেডিপ্লাস সহ অনেকেই। বিভিন্ন খাতে উন্নয়নের জন্য ডেন্টালদের ক্রেস্ট প্রদান করা হয় সাথে মনোমুগ্ধকর বুফে লাঞ্চ।
একুশে সংবাদ/রাফি/বাবু/বিএইচ
আপনার মতামত লিখুন :