ডেমরা- যাত্রাবাড়ী ও আংশিক কদলমতলী থানা নিয়ে গঠিত ঢাকা-৫ নির্বাচনী এলাকা। প্রতি বছরের মতো এবারও পবিত্র ঈদুল ফিতরের পরেরদিন ঢাকা-৫ নির্বাচনী এলাকার ১৪ টি ওয়ার্ডের সাবেক ও বর্তমান আওয়ামী লীগ, যুবলীগ,ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ, শ্রমিকলীগ,মহিলা আওয়ামী লীগসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীদের নিয়ে অন্যরকম এক ঈদ পূর্নমিলনী অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১২ এপ্রিল) দুপুরে ডিএসসিসির ৬৫ নং ওয়ার্ডের মাতুয়াইল ফাইব স্টার রেস্টুরেন্টে এই মিলন মেলা অনুষ্ঠিত হয়। এই অনুষ্ঠানের আয়োজন করে মাতুয়াইল ব্রীজক্লাব।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা-৫ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মশিউর রহমান মোল্লা সজল।
এ সময় উপস্থিত সবাইকে মশিউর রহমান মোল্লা সজল আন্তরিক ধন্যবাদ দিয়ে শুভেচ্ছা বক্তব্যে রাখেন। মশিউর রহমান মোল্লা সজল ঢাকা -৫ নির্বাচনী এলাকার উন্নয়নে
নিজেদের কর্মপরিকল্পনা সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন।এ সময় সবার অংশগ্রহণে ঈদ আনন্দে অন্য রকম উপভোগ্য পরিবেশ তৈরি হয়।
এ সময় আরও উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের সাবেক সহসভাপতি রুহুল আমিন মোল্লা, বৃহত্তর ডেমরা থানা ছাত্রলীগের সাবেক সভাপতি কৌশিক আহমেদ জসিম, ঢাকা মহানগর দক্ষিণ কৃষক লীগের যুগ্ম আহবায়ক হাছান মাহমুদ অপু, ৬৪ নং ওয়ার্ড কাউন্সিল মাসুদুর রহমান মোল্লা বাবুল, মাতুয়াইল ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শান্তনূর খান শান্ত, ডেমরা থানা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি মোসফিকুল মান্নান বায়ু, ৬৫ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রদপ্রার্থী এনামুল ইসলাম এনাম, ৪৮ নং ওয়ার্ড ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক পদপ্রার্থী মো জাহিদুল কবির রাজু, ৪৯ নং ওয়ার্ড ছাত্রলীগের সাবেক সভাপতি মো: নজরুল ইসলাম নিপু,৬২ নং ওয়ার্ড কাউন্সিল মোস্তাক আহমেদ প্রমুখ। অনুষ্ঠানে সঞ্চালনা করেন মাতুয়াইল ব্রীজক্লাবের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন খান ও ৬৫ নং ওয়ার্ড যুবলীগের সভাপতি নুরুল আমিন নীরু।
ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান অনেকে শৈশব-কৈশরের স্মৃতিচারণ করেন এবং প্রজন্ম থেকে প্রজন্ম এইভাবে ঐক্যবদ্ধ থাকার প্রত্যয় ব্যক্ত করেন।
একুশে সংবাদ/এস কে
আপনার মতামত লিখুন :