কুষ্টিয়ায় রাষ্ট্রীয় মর্যাদায় মুক্তিযোদ্ধা মকবুল হোসেনের (৭৮) দাফন সম্পন্ন হয়েছে।
শনিবার (২০ এপ্রিল) বেলা ২টার দিকে শহরের পৌর কবরস্থানে দ্বিতীয় দফা জানাযা শেষে তাকে দাফন করা হয়।
এর আগে এএসআই আতাউলের নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল গার্ড অব অনার প্রদান করেন। এ সময়ে জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মহসিন উদ্দীন রাষ্ট্র পক্ষে মরহুমের কফিনে শ্রদ্ধা নিবেদন করেন।
এ সময়ে কুষ্টিয়া-৩ (সদর) আসনের সাবেক সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব অধ্যক্ষ সোহরাব উদ্দিন, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক ডেপুটি কমান্ডার রফিকুল ইসলাম টুকু, সদর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার মোশাররফ হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।
সকালে মিরপুর উপজেলার মাজিহাট মাধ্যমিক বিদ্যালয় মাঠে তার প্রথম জানাযা অনুষ্ঠিত হয়। সে মিরপুর উপজেলার কুর্শা ইউনিয়নের মাজিহাট গ্রামের মৃত সাবদার হোসেন মন্ডলের ছেলে এবং স্থানীয় ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ছিলেন।
শুক্রবার রাতে তিনি রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। মৃত্যুকালে তিনি স্ত্রী, ১ ছেলে ও ৩ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান।
একুশে সংবাদ/বিএইচ
আপনার মতামত লিখুন :