AB Bank
ঢাকা শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

এবারেও সেরা গৌরবোজ্জ্বল অর্জন করেছে সামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজ


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
০২:১৮ পিএম, ১২ মে, ২০২৪
এবারেও সেরা গৌরবোজ্জ্বল অর্জন করেছে সামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজ

মেধা লালনে অনন্য ডেমরার দেশসেরা শিক্ষাঙ্গন সামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজ  ২০২৪ সালের এসএসসি পরীক্ষায় বরাবরের মতো নজরকাড়া সাফল্য অর্জন করেছে। 

রোববার (১২ মে) বেলা ১২ টায় পরীক্ষায় অবতীর্ণ  ১২৩৫ জন শিক্ষার্থীর  ৮৩৬ জন অ+ পেয়ে উত্তীর্ণ হয়েছে। পাশের শতকরা হার ৯৯.৭৬। প্রতিষ্ঠান প্রাঙ্গণসহ গোটা কোনাপাড়ায় আনন্দ কোলাহল। শিক্ষার্থী, অভিভাবক ও উৎসুকদের সমাগমে প্রতিষ্ঠান আজ উৎসবমুখর। ২০২৩ সালেও এসএসসিতে প্রতিষ্ঠান শতভাগ পাশসহ ১৫৬২ জনে ১১২২ A+ পেয়ে অভাবনীয় কৃতিত্ব অর্জন করে। এ বছর বিজ্ঞান বিভাগ হতে উত্তীর্ণ ৯৯৩ জনে ৭৬৮ অ+, ব্যবসায় শিক্ষা বিভাগ হতে উত্তীর্ণ ১৬৪ জনে ৬০ A+ এবং মানবিক বিভাগ হতে উত্তীর্ণ ৭৫ জনে ০৮ A+  পেয়েছে। 

আরো আনন্দের সংবাদ হলো প্রতিষ্ঠানের ইংলিশ ভার্সন শাখা এবার প্রথমবারের মতো এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছে। ৫৮ জন পরীক্ষার্থীর ৫৪ জন A+ পেয়েছে। ইংলিশ ভার্সনের অসাধারণ ফল নিয়ে উত্তীর্ণ শিক্ষার্থী, তাদের অভিভাবক ও ইংলিশ ভার্সন শাখার উচ্ছ্বাসের শেষ নেই। প্রথমবারেই ইংলিশ ভার্সন সকলের নজর কারতে সক্ষম হয়েছে। ইংলিশ ভার্সনের সম্মানিত অভিভাবক ব্যাংকার জনাব  মো. শহীদুল ইসলাম বলেন, প্রথমবার হলেও ইংলিশ ভার্সনের এসএসসির রেজাল্ট সত্যিই খুব ভালোলাগার মত হয়েছে। অভিভাবক হিসেবে ইংলিশ ভার্সনের রেজাল্টের জন্য আমি সম্মানিত প্রিন্সিপাল স্যার ও শিক্ষকবৃন্দকে আন্তরিক শুভেচ্ছা ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।

উচ্ছ্বলিত, উদ্বেলিত ছাত্র-ছাত্রী অভিভাবক ও শুভাকাক্সক্ষাীদর উদ্দেশ্য এসএসসির অর্জিত ফল নিয়ে অভিমত ব্যক্ত করতে গিয়ে প্রিন্সিপাল মো. মাহবুবুর রহমান মোল্লা বলেন, ‘আল্লাহর কাছে আমরা শোকরিয়া জ্ঞাপন করছি অর্জিত ফলের জন্য। পরীক্ষায় অবতীর্ণ আমাদের ছাত্র-ছাত্রীরা প্রত্যাশিত ফল অর্জন করতে পেরেছে। সকলের সম্মানিত প্রচেষ্টা, শিক্ষকবৃন্দের একনিষ্ঠ প্রচেষ্টা ও শিক্ষার্থীদের নিয়মানুবর্তিতার ফলেই এমন সাফল্য অর্জন করা সম্ভব হয়েছে। শিক্ষার্থীদের আন্তরিক অভিনন্দন ও অভিভাবকদেরও সালাম শুভেচ্ছা জ্ঞাপন করছি।’ প্রতিষ্ঠানের গভর্নিংবডির চেয়ারম্যান আলহাজ্ব মো. সামসুদ্দিন ভূইঁয়া সেন্টু সুন্দর ফলাফলের জন্য কৃতী শিক্ষার্থীদের অভিনন্দিত করেছেন। অ+ প্রাপ্ত বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ফারদিয়া মাহদিয়া নুহা প্রিন্ট মিডিয়ার কাছে অভিমত ব্যক্ত করতে গিয়ে বলেছে, আমি সকল বিষয়ে অ+ পেয়েছি সেজন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন এর কাছে কৃতজ্ঞ। প্রতিষ্ঠানের অসাধারণ নিয়ম শৃঙ্খলা ও শিক্ষকবৃন্দের সীমাহীন চেষ্টা ও আগ্রহ আমাকে আজকে এই সাফল্য এনে দিয়েছে। খুব ভালো লাগছে এই জন্য যে, আজ আমি আব্বু-আম্মুর মনের আশা পূরণ করতে পারলাম। সম্মানিত অভিভাবক মো. আফজাল হোসেন বলেন, প্রতিবছর এসএসসি-এইচএসসিতে সামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজ আকর্ষণীয় ফল অর্জন করে। বারবার গৌরবোজ্জ্বল হতে পারার পেছনে দক্ষ প্রিন্সিপাল মো. মাহবুবুর রহমান মোল্লার চিন্তাশীলতা ও পরিকল্পনাই অবদান রেখে যাচ্ছে। কেবল একাডেমিক নয়, সাংস্কৃতিক চেতনা ও চর্চায় সামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজ বেশ এগিয়ে। 

সামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজ ক্রমাগত সাফল্যের শিক্ষা প্রতিষ্ঠান। ২০১৫ সালে এসএসসিতে ঢাকা বোর্ডে প্রথম স্থান অধিকার করে এবং ২০১২ সালে করে দ্বিতীয় স্থান অধিকার। কেবল এসএসসিতে নয় এইচএসসিতেও প্রতিষ্ঠানের ধারাবাহিক অর্জন ঈর্ষণীয়। কেবল বোর্ড পরীক্ষায় নয় কাক্সিক্ষত উচ্চশিক্ষা অধ্যয়নের সুযোগ লাভেও কলেজ শাখা বরাবর এগিয়ে। ২০২৩-২৪ শিক্ষাবর্ষে সরকারি মেডিকেল কলেজে এ প্রতিষ্ঠানের ৫১, সরকারি ডেন্টালে ৭ ও বুয়েট, রুয়েট, চুয়েট ও কুয়েটে ১৭ শিক্ষার্থী  ভর্তির সুযোগ লাভ করে। সরকারি মেডিকেল কলেজ, বিজ্ঞান প্রযুক্তি ও প্রকৌশল বিশ্ববিদ্যালয় ও ঢাবিসহ খ্যাতনামা পাবলিক বিশ্ববিদ্যালয়ে এ পর্যন্ত ১৭৪ শিক্ষার্থী ভর্তির সৌভাগ্য অর্জন করে। দেশসেরা সামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজ ধারাবহিকভাবে কৃতিত্বের পরিচয় দিয়ে আসছে। একটা বিশাল পরিসরের শিক্ষাঙ্গন এটি। প্রায় ১৮ হাজার শিক্ষার্থী ও ৪৫০ শিক্ষক-কর্মকর্তা রয়েছেন এখানে। প্রতিষ্ঠানের কর্মযজ্ঞ বিরাট ও বিস্তৃত। ১৫টি ক্লাবের মাধ্যমে প্রতিষ্ঠানের সহশিক্ষা কার্যক্রম নিয়মিত চলছে, মেধাবী ও জাগ্রত শিক্ষার্থীদের সৃষ্টি ও লালন করে সামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজ।

 

একুশে সংবাদ/বিএইচ

Link copied!