ঢাকা সিটিতে অটোরিকশা চালানোর দাবিতে দ্বিতীয় দিনের মতো ২০ মে বিভিন্ন জায়গায় অবরোধ চালিয়ে যাচ্ছেন চালকরা। সোমবার সকাল পৌনে ১০টা থেকে রামপুরা এলাকা অবরোধ করে রেখেছেন বিক্ষোভকারীরা। বেটার লাইফ হাসপাতালের সামনে সড়ক অবরোধ করায় দুই পাশের সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। ফলে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে।
এ প্রসঙ্গে রামপুরা থানার ওসি মো. মশিউর রহমান জানান, সকালে অটোরিকশা চালানোর দাবিতে চালকরা রাস্তায় নামেন। এখন পর্যন্ত তারা সড়ক অবরোধ করে রেখেছেন। তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
১৯ মে রাজধানীর বিভিন্ন জায়গায় অটোরিকশা চালানোর দাবিতে দিনভর সড়ক অবরোধ, গাড়ি ভাঙচুর, অগ্নিসংযোগ ও পুলিশের সঙ্গে ধাওয়া পাল্টা ধাওয়া হয় অটোরিকশাচালকদের। এ সময় একজন গুলিবিদ্ধ হয়ে আহত হন। তিনি নিজেকে পথচারী বলে দাবি করেন।
একুশে সংবাদ/ বা.ট্রি./ এসএডি
আপনার মতামত লিখুন :