আমরা তিলোত্তমা ঢাকায় থাকি। আমাদের এ নগরীতে সড়ক, অলি-গলিতে কত ঘটনাই ঘটে। প্রতিদিন আমাদের চোখের সামনে ঘটে বিচিত্র ঘটনা।
আমরা অনেক সময় দেখেও না দেখার ভান করি। কিন্তু আমাদের দায়িত্ববোধ ও মানবিকতা মনের অজান্তেই অনেক সময় মাথাচাড়া দিয়ে ওঠে। আমরা কি কিছুই বলবো না? এভাবেই কি চলবে আমাদের নগর জীবন?
ছবির এ জায়গাটি মিরপুর-১০ নম্বরের ফলপট্টির কাছে মেট্রোরেলের নিচে। এখানে ফুটপাত দখল করে বারো মাস চলছে মৌসুমি ফল বিক্রির বাজার। এখন লিচুর সিজন। বিক্রেতারা লিচু বিক্রি করে লিচুর অবশিষ্টাংশ পাতা-ডালপালা এভাবেই প্রধান সড়কে ফেলে রেখেছে।
এ পাতা-ডাল পচে গন্ধ বেরোচ্ছে। পথচারীরা এ ময়লার মধ্যে পা ফেলেই চলছে গন্তব্যে। চলাচলকারী পথচারী আকবর। তিনি হেঁটে যাচ্ছিলেন। তাকে প্রশ্ন করায় তিনি এ ধরনের নোংরা পরিবেশের জন্য ফুটপাত দখলকারী ব্যবসায়ীদের দুষলেন। সিটি করপোরেশনের লোকজন মাঝে মাঝে ২/১ দিন গ্যাপে ময়লা সরায়-সেজন্য পচা গন্ধ আরো উৎকট হয় বলেও তিনি জানান।
এই পরিবেশ দূষণের দায়-দায়িত্ব কার? ফুটপাত দখল করা লিচু বিক্রেতার কি কোনো দায় নেই? নাকি সব দায় সিটি করপোরেশন বা সরকারের উপর দিয়েই আমরা মুখ বুঝে বসে থাকবো? তিলোত্তমা ঢাকার পরিবেশ রক্ষায় নাগরিকদের কি কোনোই দায় নেই? না এগুলো দেখার কেউ নেই?
একুশে সংবাদ/ এসএডি
আপনার মতামত লিখুন :