AB Bank
  • ঢাকা
  • রবিবার, ২০ এপ্রিল, ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

গাড়িতে করে অপহরণ, পিস্তল হাতে দৌড়াচ্ছেন আরেকজন


Ekushey Sangbad
জ্যেষ্ঠ প্রতিবেদক
০৬:২৫ পিএম, ৯ জুন, ২০২৪
গাড়িতে করে অপহরণ, পিস্তল হাতে দৌড়াচ্ছেন আরেকজন

জমি নিয়ে বিরোধের জের ধরে এক ব্যক্তিকে অপহরণের অভিযোগ ও ফাঁকা গুলি ছোড়ার ঘটনায় চাঞ্চল্য তৈরি হয়েছে। রোববার (৯ জুন) দুপুরে রাজধানীর মতিঝিলে বাংলাদেশ ব্যাংকের পেছনের এ ঘটনা ঘটে।

এ ঘটনায় একাধিক সিসি ক্যামেরার ফুটেজে দেখা যাচ্ছে, এক গ্রুপের লোকজন সাদা প্রাইভেটকার নিয়ে একটি দোকানের সামনে গিয়ে থামে। গাড়ি থেকে বেরিয়ে কয়েকজন ব্যক্তি রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা এক ব্যক্তিকে মারধর করে গাড়িতে তুলে নিয়ে চলে যান। আরেকটি ফুটেজে দেখা যায়, ওই গাড়ির পেছনে দৌড়াচ্ছেন অন্য আরেক ব্যক্তি। যার হাতে পিস্তল রয়েছে।

একটি জমি নিয়ে আবাসন ব্যবসায়ী মহিউদ্দিন ও মো. রাজুর মধ্যে দীর্ঘদিন ধরে দ্বন্দ্ব চলছিল বলে জানায় পুলিশ। সেই বিরোধের জেরে এ ঘটনা ঘটেছে।

এ ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন মতিঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ। তিনি বলেন, বিরোধপূর্ণ জমিতে এক পক্ষ ভবন নির্মাণের কাজ করছিল। আজ প্রতিপক্ষ এসে কাজে বাধা দিলে ফাঁকা গুলি ছোড়া হয়। প্রাথমিকভাবে জেনেছি, যে পিস্তল দিয়ে গুলি ছোড়া হয়েছে, সেটি মো. রাজুর নামে লাইসেন্স করা। এ বিষয়ে বিস্তারিত জানার চেষ্টা চলছে।

 

একুশে সংবাদ/স.ট.প্র/জাহা
 

Shwapno
Link copied!