পুরান ঢাকার ‘গেন্ডারিয়া’ নামটি পরিচিত হলো যেভাবে
ঢাকা শহরের একসময়কার বিখ্যাত এলাকা ছিল গ্র্যান্ড এরিয়া (Grand Area)। তৎকালীন জমিদার ও প্রভাবশালীদের বাস ছিল এলাকায়।
ইস্ট ইন্ডিয়া কোম্পানির অনেক কর্মকর্তাও এ এলাকায় বসবাস করতেন। তাই ইংরেজরা এর নাম দিয়েছিল গ্র্যান্ড এরিয়া। কিন্তু বাঙালিদের কাছে নামটি কঠিন লাগায় তারা গ্র্যান্ড এরিয়াকে নিজেদের মতো করে গেন্ডারিয়া উচ্চারণ করতো। আর এ ভাবেই Grand Area হয়ে গেলো গেন্ডারিয়া।
তবে এই তত্ত্বের বিরুদ্ধমতও আছে। অনেক ইতিহাসবিদ বলেন, এলাকাটিতে নাকি একসময় প্রচুর গেন্ডারি বা আখ জন্মাতো। আর সেখান থেকেই এসেছে গেন্ডারিয়া নামটি।
সংগ্রহ: শাহ আলম ডাকুয়া
আপনার মতামত লিখুন :