রাজধানীর দক্ষিণখানের বউবাজারে ছয়তলা ভবনের ছাদ থেকে লাফ দিয়ে শাহিদ রানা (৩৯) নামের এক যুবক আত্মহত্যা করেছেন। বৃহস্পতিবার (১২ জুলাই) দিবাগত রাত পৌনে দুইটার দিকে দক্ষিণখানের বউবাজার পূর্ব মোল্লারটেক এলাকায় এ ঘটনা ঘটে।
পরিবারের দাবি, মাদকাসক্ত ও বেকারত্বের কারণে স্ত্রীর সঙ্গে প্রায়ই ঝগড়া লাগত শাহিদের। সম্প্রতি তার স্ত্রী গ্রামের বাড়ি চলে যান। ফলে শাহিদ অভিমানে ছাদ থেকে লাফ দিয়ে আত্মহত্যা করেছেন।
পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিলে কর্তব্যরত চিকিৎসক রাত আড়াইটার দিকে মৃত ঘোষণা করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করেন দক্ষিণখান থানার উপপরিদর্শক (এসআই) মেহেদী হাসান সজিব। পরিবারের বরাত দিয়ে তিনি বলেন, সাইদ রানা মাদক সেবন করতেন। বাসায় ঝগড়াঝাটি করতেন। আর তাই তার পরিবারের লোকজন তাকে রিহ্যাবে ভর্তির জন্য প্রস্তুতি নিচ্ছিল।
নিহতের ছোট ভাই মো. আসাদ বলেন, আমার ভাই কোনো কিছুই করতেন না। বেকার থাকায় তার স্ত্রী রাগ করে বেশ কয়েকদিন আগে গ্রামের বাড়ি চলে যান। এতে তিনি মানসিকভাবে অসুস্থ হয়ে পড়েন। নিজের ওপর অভিমান করে কাউকে কিছু না বলে আমার বড় ভাই ছাদে গিয়ে নিচে লাফিয়ে পড়ে মারা যান।
কুমিল্লার মুরাদনগর উপজেলার মৃত শাহজাহান মিয়ার ছেলে শাহিদ। বর্তমানে দক্ষিণখান বউবাজার পূর্ব মোল্লার টেক এলাকায় পরিবারের সঙ্গে থাকতেন।
একুশে সংবাদ/স.ট.প্র/জাহা
আপনার মতামত লিখুন :