কোটা আন্দোলনকে ঘিরে রাজধানীতে সংঘটিত ঘটনাসমূহে আহত পুলিশ সদস্যদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি।
বৃহস্পতিবার (২৫ জুলাই) রাজধানীর কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে আহত পুলিশ সদস্যদের দেখতে সোসাইটির চেয়ারম্যান অধ্যাপক ডা: এম. ইউ. কবীর চৌধুরীর নেতৃত্বে একটি প্রতিনিধি দল যান। এসময় কবীর চৌধুরী ৭০ জন আহত পুলিশ সদস্যদের মাঝে পথ্য হিসেবে খাদ্য সামগ্রীর প্যাকেজ বিতরণ করেন।
হাসপাতাল পরিদর্শনে গিয়ে পুলিশ সদস্যদের শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করেন তিনি। সমবেদনা প্রকাশ করে বলেন, দেশের শান্তি শৃঙ্খলা রক্ষায় নিয়োজিত পুলিশ বাহিনীর উপর এ ধরণের হামলার ঘটনা খুবই দুঃখজনক। যারা এধরণের সহিংসতার সাথে জড়িত ছিলেন তাদের সুবোধ জাগ্রত হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।
তিনি আরো বলেন, সরকারের সহযোগী প্রতিষ্ঠান হিসেবে রেড ক্রিসেন্ট সর্বদা দুর্দশাগ্রস্ত মানুষের পাশে থাকে। দেশের মানুষের ও সম্পদের অপূরণীয় ক্ষতিতে রেড ক্রিসেন্ট পরিবার অত্যন্ত ব্যাথিত। মাননীয় প্রধানমন্ত্রীর আহ্বানে সাড়া দিয়ে আমরা আমাদের সাধ্যমত মানবতার কল্যাণে কাজ করে যাবো। ভয়াবহ এ পরিস্থিতির সম্মুখীন পুলিশ সদস্য ও তাদের পরিবারের সদস্যদের রেড ক্রিসেন্ট এর প্রশিক্ষিত কাউন্সিলর দ্বারা মনোঃ সামাজিক সহায়তা (পিএসএস) দেয়া হবে।
বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির মানবিক এই উদ্যোগকে সাদরে গ্রহণ করে সোসাইটির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন কেন্দ্রীয় পুলিশ হাসপাতালের পরিচালক শেখ মো. রেজাউল হায়দার। এসময় সোসাইটির ব্যবস্থাপনা পর্ষদের সদস্য মুন্সী কামরুজ্জামান কাজল, ডিজাস্টার রেসপন্স বিভাগের পরিচালক মো. মিজানুর রহমান, স্বাস্থ্য বিভাগের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল (অব.) অধ্যাপক ডা: এস এম হুমায়ুন কবির সহ সোসাইটির স্বেচ্ছাসেবকরা।
একুশে সংবাদ/বিএইচ
আপনার মতামত লিখুন :