স্বেচ্ছায় অবসরে যেতে আবেদন করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ভারপ্রাপ্ত প্রধান প্রকৌশলী আশিকুর রহমান।
কর্মকর্তা–কর্মচারীদের আন্দোলনের মুখে মঙ্গলবার (১৩ আগস্ট) ডিএসসিসির মেয়র শেখ ফজলে নূর তাপসের কাছে এই আবেদন করেন তিনি। মেয়র দেশে না থাকার কারণে আবেদনের বিষয়টি মন্ত্রণালয়কে চিঠির মাধ্যমে জানানো হয়েছে।
বিষয়টি সাংবাদিকদের জানিয়েছেন সংস্থাটির প্রধান নির্বাহী কর্মকর্তা মো. মিজানুর রহমান।
৫ আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছাড়ার পরদিন ৬ আগস্ট থেকেই ভারপ্রাপ্ত প্রধান প্রকৌশলী আশিকুর রহমানের বিরুদ্ধে আন্দোলনে নামেন সংস্থার কর্মকর্তা ও কর্মচারীরা।
নানা দুর্নীতি, অনিয়ম, অদক্ষতা, অযোগ্যতা ও অসহযোগিতার কারণে করপোরেশনের উন্নয়নমূলক কাজ স্থবির হয়ে পড়ার অভিযোগ এনে আন্দোলনে নামেন তারা। টানা ছয় দিন আন্দোলনের মুখে অবশেষে স্বেচ্ছায় অবসরে যেতে আবেদন করেছেন তিনি।
একুশে সংবাদ/এনএস
আপনার মতামত লিখুন :