বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গুলি চালানোর নির্দেশদাতা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচারের দাবিতে মিরপুর ১০ নাম্বার গোল চত্বরে বিভিন্ন স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের বৈষম্যবিরোধী শিক্ষার্থীরা জড়ো হয়েছেন।
১৫ আগস্ট বৃহস্পতিবার দুপুরে মিরপুর ১০ নম্বর গোল চত্বরের পাদদেশে জড়ো হয়ে তারা শেখ হাসিনার বিরুদ্ধে স্লোগান দিতে থাকেন।
তারা বলেন, শিক্ষার্থীদের শান্তিপূর্ণ ও যুক্তিসংগত আন্দোলনে ঠান্ডা মাথায় গুলি করে তৎকালীন সরকার এবং সরকারের মদদপুষ্ট পুলিশ বাহিনী গণহত্যা চালিয়েছে। সরকারের অঙ্গ সংগঠনের নেতাকর্মীরাও গুলি-হামলা চালিয়েছে। যার জন্য অসংখ্য মানুষ মারা গেছে। শিগগিরই এ গণহত্যার বিচার করতে হবে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে যেকোনো মূল্যে বিচারের কাঠগড়ায় দাঁড় করাতে হবে।
তারা বলেন, শেখ হাসিনা দেশকে মেধাশূন্য করতেই বল প্রয়োগ করে ক্ষমতায় থাকতে চেয়েছেন। আর নিরস্ত্র মানুষের ওপর তার অনুগত পুলিশ বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারাও নিষিদ্ধ মারণাস্ত্র ব্যবহার করেছেন। দ্রুত হত্যাকাণ্ডে জড়িত সকল অপরাধীকে গ্রেফতার করার পাশাপাশি শেখ হাসিনাকে দেশে এনে বিচার করতে হবে।
একুশে সংবাদ/বিএইচ
আপনার মতামত লিখুন :