AB Bank
ঢাকা বুধবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৪, ৩ আশ্বিন ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

চিকিৎসারত অবস্থায় ঢামেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশ গ্রহণকারীর মৃত্যু


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
০৭:১০ পিএম, ১৮ আগস্ট, ২০২৪
চিকিৎসারত অবস্থায় ঢামেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশ গ্রহণকারীর মৃত্যু

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশ নিয়ে সংঘর্ষে পেটে গুলিবিদ্ধ হয়ে চিকিৎসাধীন অবস্থায় টাঙ্গাইলের গোপালপুরের মেধাবী কলেজছাত্র ইমন (১৮) মারা গেছেন।

রোববার (১৮ আগস্ট) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসারত অবস্থায় সকালে তিনি মারা যান। আহতাবস্থায় প্রথমে তাকে স্থানীয় একটি হাসপাতালে এবং পরে মির্জাপুর কুমুদিনী হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অবস্থা গুরুতর হওয়ায় পরে তাকে ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়।

এর আগে ৪ আগস্ট মির্জাপুরের গোরাই এলাকায় পুলিশের সঙ্গে সংঘর্ষ হয় ছাত্র-জনতার। এ সময় পুলিশের একটি বুলেট ইমনের বুকে আঘাত করে পিঠ দিয়ে বের হয়ে যায়। 

জানা যায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শুরু থেকেই সামনের সারিতে ছিলেন কলেজছাত্র ইমন আলী। ১০ বছর বয়সে বাবা হারানো চারজনের পরিবারে ইমনই ছিলেন একমাত্র কর্মক্ষম, ফলে ছেলের চিকিৎসার ব্যয় বহনে এরইমধ্যে সহায় সম্বল বিক্রি করেছেন মা রিনা বেগম।

বাবার মৃত্যুর পর ইমনই হয়ে ওঠেন পরিবারের একমাত্র উপার্জনক্ষম। পড়ালেখার পাশাপাশি টিউশনি করে হাল ধরেন পরিবারের। ইমনের ছোট আরও দুই ভাই আর এক বোনের সংসারে মানুষের বাড়িতে কাজ করে জীবিকা নির্বাহ করেন রিনা বেগম।

 

একুশে সংবাদ/রাফি/বাবু/বিএইচ

Link copied!