আনন্দ উল্লাসের মধ্য দিয়ে ঢাকা লেমিনেশন ব্যবসায়ী সমবায় সমিতি লিঃ ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এই প্রথম ভোট গ্রহণের মাধ্যমে নির্বাচন অনুষ্ঠিত হয়।
মঙ্গলবার (২০ আগস্ট) রাজধানীর মতিঝিলে একটি কমিটি সেন্টারে এই নির্বাচন অনুষ্ঠিত হয়। সকল ১০টা থেকে দুপুর ৩টা পর্যন্ত চলে ভোট গ্রহণ। নির্বাচনে ১৯ পদের বিপরীতে মোট ২৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। মোট ভোটার সংখ্যা ১০৮ জন। ইতিমধ্যে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন ৫ জন।
নির্বাচনের সভাপতি পদে মোঃ ইব্রাহীম খলিল ও মোঃ জাহাঙ্গীর আলম, সহ-সভাপতি পদে জয়নাল আবদীন, মোঃ সানাউল হক ও মোঃ হারুন অর রশীদ, সম্পাদক পদে মোঃ খোকন ও মোঃ মোশারফ খান, কোষাধ্যক্ষ পদে মোঃ নাছির উদ্দিন সরকার ও মোঃ সাহাদাত হোসেন, সাংগঠনিক সম্পাদক পদে শেখ মোঃ রবিউল হোসেন ও মোঃ সুলতান মিয়া, ক্রীড়া সম্পাদক পদে মোঃ জাকের হোসেন ও মোঃ শামীম আহমেদ, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক পদে মোঃ জাহাঙ্গীর ও জাহিদ খন্দকার, ব্যবস্থাপনা কমিটির সদস্য পদে মোঃ আবুল হোসেন, মোঃ আরিফ হোসেন, মোঃ রতন মিয়া, মোঃ খোকন, মোঃ ইব্রাহীম, নুর মোহাম্মদ ও রুবেল প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
এছাড়াও বিনা প্রতিদ্বন্দ্বিতায় যুগ্ম সম্পাদক পদে মোঃ আজিম উদ্দিন, প্রচার সম্পাদক পদে মানিক মৃধা, ধর্ম সম্পাদক পদে লাল মিয়া, আইন ও আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক রাজু চৌধুরী নির্বাচিত হয়েছেন।
নির্বাচন চলাকালীন সময়ে একাধিক প্রার্থী একুশে সংবাদকে বলেন, সকাল থেকে খুব সুন্দর ও সুষ্ঠু পরিবেশে ভোট গ্রহণ চলছে। যেহেতু আমরা সবাই ব্যবসায়ী, তাই নির্বাচনে যাই হোক প্রার্থীরা একে অন্যের পরিবারের মত। এই সমিতির উন্নয়ন আমাদের এক মাত্র লক্ষ্য।
একাধিক প্রার্থী বলেন, নির্বাচন অংশ গ্রহণ করা সকল প্রার্থী আমাদের আপনজন। যেই জয়ী হবে সে সকলকে নিয়ে ঢাকা লেমিনেশন ব্যবসায়ী সমবায় সমিতির উন্নয়নে কাজ করবে এটা আমাদের প্রত্যাশা। আমাদের সুখে-দুঃখে পাশে থাকবে এটাই আমাদের কাম্য।
এসময় নির্বাচন কমিশনার মোঃ হেলাল উদ্দিন বলেন, সকাল থেকে খুব সুন্দর পরিবেশে ভোট গ্রহণ চলছে। যেহেতু এখানে সবাই ব্যবসায়ী তাই বিশৃঙ্খলা হওয়ার মতো কোনো আশঙ্কা নেই। আমি আশা করি প্রার্থী এবং ভোটাররা নির্বাচন আচরণ বিধি মেনে আজকের এই দিনটিকে উদযাপন করবে। এ সময় সহকারী নির্বাচন কমিশনার মোঃ আনিসুল ইসলাম সিকিম ও মোঃ জাহান উল্লাহ উপস্থিত ছিলেন।
একুশে সংবাদ/রাফি/বাবু/বিএইচ
আপনার মতামত লিখুন :