রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল এলাকায় ৬ দফা দাবিতে সড়ক অবরোধ করেছেন ঢাকা পলিটেকনিকের শিক্ষার্থীরা। আজ (সোমবার) দুপুর ১২টা থেকে সড়ক অবরোধ করে রেখেছেন তারা।
জানা যায়, টেকনিক্যাল পদে নন টেকনিক্যাল নিয়োগ বাতিলসহ ছয় দফা দাবিতে সড়ক অবরোধ করেছেন শিক্ষার্থীরা। দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা রাস্তায় থাকবেন। এ দিকে শিক্ষার্থীদের অবরোধ কর্মসূচির কারণে তেজগাঁও শিল্পাঞ্চল এলাকা ও আশপাশের এলাকায় যান চলাচল স্থবির হয়ে পড়েছে। যানবাহনের দীর্ঘ সারি সৃষ্টি হয়েছে।
ছাত্রদের এই আন্দোলন দুপুর ১২টা থেকে শুরু হলেও ১ট পর্যন্ত সেখানে কোন আইনশৃঙ্খলাবাহিনঅর সদস্যদের দেখা মেলেনি।
তেজগাঁও শিল্পাঞ্চল থানার অফিসার ইনচার্জ (ওসি) গাজী শামীমুর রহমান বলেন, ছয় দফা দাবিতে শিক্ষার্থীরা রাস্তায় অবরোধ কর্মসূচি পালন করছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আমরা চেষ্টা করছি।
একুশে সংবাদ/বিএইচ
আপনার মতামত লিখুন :