নার্সিং পেশার সংস্কার, উন্নয়ন ও এক দফা দাবীতে সারা বাংলাদেশ ব্যাপী " Stay for one Point Demand " আয়োজন করে নার্সিং ও মিডওয়াইফারি সংস্কার পরিষদ। এই ধারাবাহিকতায় মানববন্ধনের আয়োজন করেন ২৫০ শয্যা বিশিষ্ট টিভি হাসপাতালের নার্স ও মিডওয়াইফারিরা।
বুধবার (১৮ সেপ্টেম্বর) ২৫০ শয্যা বিশিষ্ট টিভি হাসপাতাল প্রাঙ্গণে কর্মসূচির " Stay For One Point Demand " পালন করেন তারা।
এ সময় তারা বলেন, নার্সিং পেশা ও নার্স কর্মকর্তাদের নিয়ে কটুক্তি করায় মহাপরিচালক মাকসুরা নূর সহ নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তর এবং বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিলের সকল নন-নার্সিং প্রশাসন ক্যাডারদের অপসারণ এবং উচ্চ শিক্ষিত, দক্ষ, ও অভিজ্ঞ নার্স কর্মকর্তাদের পদায়ন নিশ্চিত করার এক দফা দাবি জানিয়েছেন নার্স ও মিডওয়াইফারিরা।
আন্দোলনরত নার্সরা বলেন, আমাদের ন্যায্য দাবি বাস্তবায়নে প্রশাসনিক আশ্বাস প্রদানের পরও কোন আলোচনা না করেই আমাদের দাবির বিপক্ষে অবস্থান নিয়ে অদ্য ১২/০৯/২০২৪ খ্রি. তারিখে বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিলে রেজিস্ট্রার পদে পুনরায় নন-নার্সিং প্রশাসনিক কর্মকর্তাকে পদায়ন করা হয়েছে যা নার্সিং সমাজ ঘৃণাভরে প্রত্যাখ্যান করেন।
পুনঃনির্ধারিত কর্মসূচি মোতাবেক বাংলাদেশের সকল স্বাস্থ্য সেবা প্রতিষ্ঠান, সকল নার্সিং ও মিডওয়াইফারি শিক্ষা প্রতিষ্ঠানে আজ Stay For One Point Demand " কর্মসূচি পালন হচ্ছে।
একুশে সংবাদ/রাফি/বাবু/বিএইচ
আপনার মতামত লিখুন :