ছাত্র-জনতার আন্দোলন দমনে জোরালো ভূমিকা রাখার অভিযোগে রাজধানীর উত্তরা পশ্চিম থানা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মনোয়ার ইসলাম চৌধুরী রবিনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশ।
আজ শুক্রবার (৪ অক্টোবর) দুপুরে উত্তরার বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে ডিএমপি জানিয়েছে, বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে মনোয়ার ইসলাম চৌধুরী রবিন উত্তরা এলাকায় আন্দোলন দমন-পীড়নে জোরালো ভূমিকা পালন করেন। তিনি উত্তরা পশ্চিম থানায় সাতটি ও উত্তরা পূর্ব থানায় পাঁচটি মামলায় এজাহারভূক্ত আসামি।
গ্রেফতারকৃতকে আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে ডিএমপি।
একুশে সংবাদ/বিএইচ
আপনার মতামত লিখুন :