`জমা পানির ক্ষমা নেই` স্লোগানে সামাজিক সংগঠন রাইট টক বাংলাদেশ এর উদ্যোগে ধারাবাহিক ডেঙ্গু সচেতনতা কর্মসূচি পালন করে যাচ্ছে সংস্থার স্বেচ্ছাসেবকরা।
শুক্রবার (৪ অক্টোবর) বিকাল ৩টা থেকে ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতাল, নাজিমুদ্দিন রোড ও ২৭ নং ওয়ার্ড এবং ৩৩ নং ওয়ার্ডের বিভিন্ন এলাকায় নাগরিকদের সচেতনতা করেন সংগঠনটির সদস্যরা।
এসময় রাইট টক বাংলাদেশ এর প্রতিষ্ঠা ও সভাপতি আল আমিন এম তাওহীদ বলেন, বর্ষা মৌসুমে ডেঙ্গুর প্রভাব বাড়ছে। সেক্ষেত্রে নাগরিকদের সচেতনতার কোনো বিকল্প নেই। বাসা বাড়ির ফুলের টপ কিংবা ছাদের কেথাও জমা পানি থাকলে তা প্রতিদিন ফেলে দিতে হবে। শহরের নাগরিকরা এই বিষয়ে সচেতন থাকলে এবং নিজ উদ্যোগে দায়িত্ব নিয়ে কাজ করলে ডেঙ্গু থেকে মুক্তি পাওয়া সম্ভব।
সে বিষয়ে নাগরিকদের বাসা বাড়িতে গিয়ে সচেতন করছে রাইট টক বাংলাদেশ এর সদস্যরা। মানবসেবা ও সমাজসেবার অংশ হিসেবে আমাদের এমন কার্যক্রম চলমান থাকবে। রাইট টক বাংলাদেশ এই নিয়ে ৪র্থ তম কর্মসূচি পালন করছে।
একুশে সংবাদ/বিএইচ
আপনার মতামত লিখুন :