AB Bank
ঢাকা শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

মহাখালী বাস টার্মিনাল থেকে বাস ছাড়তে হবে গেইটলক করে


Ekushey Sangbad
মো: সোহেল রানা, ঢাকা
০৯:০৩ পিএম, ১২ অক্টোবর, ২০২৪
মহাখালী বাস টার্মিনাল থেকে বাস ছাড়তে হবে গেইটলক করে

রাজধানীর মহাখালী এলাকায় যানজট কমিয়ে সড়কে শৃঙ্খলা ফেরাতে বাস টার্মিনালের ভেতর থেকে যাত্রী উঠিয়ে গেইটলক করে বাস ছাড়ার সিদ্ধান্ত হয়েছে। এ সিদ্ধান্ত অনুযায়ী, মহাখালী বাস টার্মিনাল থেকে রেইলগেইট, আমতলী, চেয়্যারম্যান বাড়ি, সৈনিকক্লাব ও কাকলী বাস স্টপেজ পর্যন্ত দূরপাল্লার বাসগুলোকে গেইটলক রাখতে হবে। মাঝপথে কোনো বাস যাত্রী উঠাতে পারবে না।

বাস মালিক ও শ্রমিক নেতৃবৃন্দের সঙ্গে আলোচনা করে বৃহস্পতিবার এই সিদ্ধান্ত নেওয়ার কথা জানিয়েছেন ঢাকা মহানগর ট্রাফিক (গুলশান-মহাখালী জোন) পুলিশের সহকারী কমিশনার জনাব আরিফুর রহমান রনি জানিয়েছেন। মহাখালী বাস টার্মিনালে শৃঙ্খলা ফিরিয়ে আনা এবং এই এলাকায় যানজটের বিষয়টা মাথায় রেখে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

যেসব বাস ঢাকার বাইরে যাবে, সেগুলো মহাখালী টার্মিনাল থেকে বের হওয়ার আগেই যাত্রী উঠিয়ে গেটলক করে দিবে। মহাখালী টার্মিনাল থেকে বের হওয়ার পর কাকলী পর্যন্ত বাসে গেটলক থাকবে। এই মাঝ পথে কোনো যাত্রী উঠাতে পারবে না। তবে লোকাল বাসের ক্ষেত্রে এই নিয়ম কার্যকর হবে না।


নিয়ম মানাতে মহাখালী এলাকায় বাড়তি ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন এই পুলিশ কর্মকর্তা। এ ব্যাপারে মালিক-শ্রমিকদের সহযোগিতাও প্রত্যাশা করেছেন তিনি।

বৃহস্পতিবার বৈঠকের পর থেকে ওই সিদ্ধান্ত কার্যকরে ফলে মহাখালী বাস টার্মিনাল ঘিরে শৃঙ্খলা ফিরতে শুরু করেছে জানিয়ে আরিফুর রহমান বলেন, মহাখালী থেকে কাকলী পর্যন্ত যানজটও বেশ কমে এসেছে।

বৈঠকে ট্রাফিক গুলশান-উত্তরা বিভাগের উপ-পুলিশ কমিশনার জনাব তারেক মাহমুদ, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার জিয়াউর রহমান, সহকারী পুলিশ কমিশনার আবু সায়েম নয়ন, বাংলাদেশ সড়ক পরিবহন সমিতির সভাপতি আব্দুল বাতেন, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, মহাখালী বাস মালিক সমিতির সহ-সভাপতি ইউসুফ মৃধা, সাধারণ সম্পাদক আব্দুল মালেক এবং মহাখালী শ্রমিক ইউনিয়নের দপ্তর সম্পাদক মোহাম্মদ গিয়াস উদ্দিন এবং সাংগঠনিক সম্পাদক জামাল মিয়া উপস্থিত ছিলেন।

 

একুশে সংবাদ/বিএইচ

Link copied!