কর্মক্ষেত্র-সময়ের দাবি” প্রতিপাদ্যে দেশব্যাপী উদযাপিত হয়েছে গণপ্রকৌশল দিবস ও আইডিইবি’র ৫৪তম প্রতিষ্ঠা বার্ষিকী। আজ রবিবার (১০ নভেম্বর) সকালে আইডিইবি ভবনে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনাসভা ও বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে।
আইডিইবির অন্তর্বর্তীকালীন কেন্দ্র কমিটির আহবায়ক মো: কবীর হোসেনের সভাপতিত্বে ও সদস্য সচিব প্রকৌশলী কাজী সাখাওয়াত হোসেনর পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ এর অন্তর্বর্তীকালিন সরকারের স্থানীয় সরকার,পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং ভূমি মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা এ এফ হাসান আরিফ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় প্রেসক্লাবের সভাপতি হাসান হাফিজ।
প্রধান অতিথি তার বক্তব্য বলেন, বৈষম্যমুক্ত সমাজ-রাষ্ট্র গড়ার লক্ষ্যে দেশ স্বাধীন হলেও বিগত দিনে সেই লক্ষ্য অর্জিত হয়নি। ফলে সর্বক্ষেত্রে সীমাহীন শ্রেণী বৈষম্য সমাজ-রাষ্ট্রে শোষণ, বঞ্চনা, নীপিড়নকে উস্কে দিয়েছে। বৈষম্যহীন কর্মক্ষেত্র সময় বাস্তবতায় অত্যন্ত গুরুত্বপূর্ণ হলেও বিষয়টি উপেক্ষিত। সার্বিক বৈষম্যের যাঁতাকলে দেশের বিভিন্ন শ্রেণীপেশার সাথে ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা পিষ্ট হচ্ছে। ইঞ্জিনিয়ারিং শুধু একটি পেশা নয় এটি দেশের উন্নয়নের ভিত্তি। ছাত্র-শ্রমিক -জনতার অভ্যুত্থানের মাধ্যমে অর্জিত মহান বিজয়ের মধ্য দিয়ে উন্নয়নের যে অপার সম্ভাবনার দুয়ার উন্মোচিত হয়েছে, তা কাজে লাগানোর জন্য বৈষম্যমুক্ত কর্মক্ষেত্রের কোন বিকল্প নেই।
এ সময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন প্রকৌ. মোঃ ফজলুল হক, প্রকৌ. আবেদুর রহমান, প্রকৌ. জয়নাল আবেদীন, প্রকৌ. এরশাদ উল্যাহ, প্রকৌ. জসিম উদ্দিন রানা, প্রকৌ. মোঃ সোলায়মান (ভিপি), প্রকৌ. মির্জা
মিজানুর রহমান, প্রকৌ. মনিরুজ্জামান, প্রকৌ. মোঃ মোস্তফা কামাল, প্রকৌ. মোঃ শাহাবুদ্দিন সাবু, প্রকৌ. হোসনে আরা পারভীন, প্রকৌ. এস কে মাহমুদ প্রমুখ।
অনুষ্ঠান শেষে আইডিইবির প্রয়াত নেতৃবৃন্দ, সদস্য প্রকৌশলী ও ছাত্র-জনতার আন্দোলনে শহীদদের পরিবারকে চেক বিতরণ এবং স্মরণে আলোচনা ও দোয়া অনুষ্ঠিত হয়।
সপ্তাহব্যাপী কর্মসূচির আওতায় থাকছে ১৪ নভেম্বর সকাল ১১টায় রক্তদান কর্মসূচি ও বিকাল ৪টায় আইডিইবি ভবনে “বৈষম্যহীন কর্মক্ষেত্র-সময়ের দাবি” শীর্ষক সেমিনার, ১৬ নভেম্বর বিকাল ৪টায় আইডিইবি ভবনে নবীন-প্রবীণ মিলনমেলা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। দেশব্যাপী বিনামূল্যে প্রযুক্তি পরামর্শ প্রদান, প্রতিপাদ্য ও ডেঙ্গু সচেতনতা বিষয়ে জনগণের মাঝে লিফলেট বিতরণ করা হবে।
একুশে সংবাদ/বিএইচ
আপনার মতামত লিখুন :