AB Bank
ঢাকা বৃহস্পতিবার, ১৪ নভেম্বর, ২০২৪, ২৯ কার্তিক ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ফুটপাতের অবৈধ দখল উচ্ছেদে অভিযান, হকারদের বিক্ষোভ


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
০৫:০৯ পিএম, ১২ নভেম্বর, ২০২৪
ফুটপাতের অবৈধ দখল উচ্ছেদে অভিযান, হকারদের বিক্ষোভ

রাজধানী ঢাকার ফার্মগেট এলাকায় যৌথ বাহিনীর অভিযানে ফুটপাত দখল করে থাকা অবৈধ অস্থায়ী দোকানপাট গুড়িয়ে দেওয়া হয়েছে। প্রতিবাদে বিক্ষোভ মিছিল করছেন ওই এলাকার হকাররা।

মঙ্গলবার (১২ নভেম্বর) দুপুর ১২টার দিকে পুলিশ, সেনাবাহিনী, র‌্যাব ও সিটি কর্পোরেশনের যৌথ অভিযানে ফার্মগেট এলাকায় উচ্ছেদ অভিযান চালানো হয়েছে। ফার্মগেটের গ্রিনরোড থেকে শুরু করে খামারবাড়ি পর্যন্ত এ অভিযানের চালানো হয়। এতে ফুটপাত ও সড়ক দখল করে গড়ে ওঠা কয়েক’শ দোকান উচ্ছেদ করা হয়।

পরে বিকেল ৩টার দিকে উচ্ছেদ অভিযানের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করে কয়েকশ’ হকার।

তারা প্রথমে ফার্মগেট থেকে একটি বিক্ষোভ মিছিল নিয়ে ৩টার দিকে খামারবাড়ি মোড়ে সড়ক অবরোধ করেন। সেখানে কয়েটি গাড়ির ওপর হামলাও করেন বিক্ষোভকারীরা। পরে তারা সেখান থেকে আবার তেজগাঁও কলেজের সামনে মিছিল নিয়ে প্রায় আধাঘণ্টা বিক্ষোভ করে আনন্দ সিনেমা হলের সামনে চলে যায়। এ প্রতিবেদন লেখা পর্যন্ত হকাররা আনন্দ সিনেমা হলের সামনে বিক্ষোভ করছেন।

ফুটপাত উচ্ছেদের বিষয়ে ডিএমপি তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মোহাম্মদ রুহুল কবীর খান সাংবাদিকদের বলেন, “শহরের মধ্যে ফার্মগেট অতি ব্যস্ততম একটি এলাকায়। এখানে প্রতিদিন হাজার হাজার মানুষ চলাচল করে। ফুটপাত ও সড়ক দখলে থাকায় জনসাধারণের চলাচলের ভোগান্তির পাশাপাশি অপরাধ তৎপরতা বাড়ছে। তাই ফার্মগেট এলাকার ফুটপাত উচ্ছেদ করা হয়েছে।”

তিনি বলেন, ‘সোমবার ফুটপাত উচ্ছেদের বিষয়ে মাইকিং করা হয়েছিল। তাদের চলে যেতে ঘোষণা দেওয়া হয়। অথচ তারা দোকানপাট সরিয়ে নেয়নি। তাই আজ পুলিশ, সেনাবাহিনী, র‌্যাব ও সিটি কর্পোরেশনের সমন্বয়ে যৌথ অভিযান চালিয়ে সড়ক ও ফুটপাত দখলমুক্ত করা হয়।”

 

একুশে সংবাদ/এনএস

Link copied!