এক দফা দাবীতে অনশন কর্মসূচি পালন করছে প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগের, প্রাইমারি ৩য় ধাপের রেজাল্ট প্রত্যাশীরা। এর আগে তারা মানববন্ধন কর্মসূচি পালন করে।
মঙ্গলবার (১২ নভেম্বর) প্রাইমারি শিক্ষা অধিদপ্তর প্রাঙ্গণে তিন দিন যাবত তারা এই কর্মসূচি পালন করেন।
কর্মসূচিতে এক দফা দাবীতে বলেন, প্রাথমিক সহকারী শিক্ষক ২০২৩ (ঢাকা ও চট্টগ্রাম বিভাগ) সহ সকল শূন্য পদ পূরণের মাধ্যমে ৩:১ আনুপাতে পদ সংখ্যা বৃদ্ধি করে পুনরায় ৩য় ধাপের ফলাফল ধাবি করেন।
বি:দ: সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদের নিয়োগ পরীক্ষার তৃতীয় ধাপে ঢাকা ও চট্টগ্রাম বিভাগে (তিন পার্বত্য জেলা বাদে ২১টি জেলা) লিখিত পরীক্ষার উত্তীর্ণ হয়েছেন ৪৬ হাজার ১৯৯ জন।
একুশে সংবাদ/বাবু/এস কে
আপনার মতামত লিখুন :