সামাজিক সংগঠন রাইট টক বাংলাদেশ এর উদ্যোগে পরিস্কার পরিচ্ছন্নতা কর্মসূচি ধারাবাহিক কার্যক্রম চলমানের অংশ হিসেবে চকবাজার মোড়ে ফেলে রাখা ময়লা আবর্জনার স্তুপ পরিস্কার করে সংগঠনটির স্বেচ্ছাসেবকরা।
শুক্রবার (১৫ নভেম্বর ২০২৪) বিকাল ৩ টা থেকে সন্ধ্যা ৭ টা পর্যন্ত এই কার্মসূচি পালন করেন রাইট টক বাংলাদেশ। এসময় সাধারণ মানুষ ও বাজারের ব্যবসায়ীদের ময়লা আবর্জনা না ফেলতে সচেতনতা সৃষ্টি করতেও দেখা যায়।
রাইট টক বাংলাদেশ এর সভাপতি আল-আমিন এম তাওহীদ বলেন, চকবাজারের মূল পয়েন্টে ময়লা ফেলার ফলে দূর্গন্ধ সৃষ্টি হচ্ছে। অন্যদিকে মানুষের চলাচলে নানা ধরনের সমস্যার সৃষ্টি হচ্ছে। এই পয়েন্টে এভাবে ময়লা ফেলার কারণে তীব্র যানজট লেগে থাকে। বিষয়টি রাইট টক বাংলাদেশ এর নজরে আসলে পরিস্কার পরিচ্ছন্নতার উদ্যোগ নেয়া হয়। বিকাল ৩টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত পরিস্কার করে জায়গাটি চকচকে করা হয়েছে। সবার মাঝে সচেতন করা হয়েছে যাতে কেউ পরিবেশ এবং এলাকা দূষিত না করে।
এদিকে, গেল ৮ নভেম্বর বংশালের ৩৩নং ওয়ার্ড মাজেদ সরদার রোডের চানখারপুল সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ ও স্কুলের গেটের সামনে স্থানীয় নাগরিকরা এবং ব্যবসায়ীরা ময়লা আবর্জনা ফেলে পুরো স্কুল ও তার গেট আটকিয়ে দেয়। এতে স্কুলটির প্রায় ৫০০ শিশু শিক্ষার্থীরা পড়ালেখায় নানা সমস্যা এবং দুর্গন্ধে অতিষ্ঠ হয়ে পড়ে।
বিষয়টি র রাইট টক বাংলাদেশ ২ বার মাইকিং করে এলাকার নাগরিকদের মধ্যে সচেতন করেন। এরপরও ময়লা আবর্জনা ফেলা অব্যাহত রাখে। ৮ নভেম্বর শুক্রবার বিকাল ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত রাইট টক বাংলাদেশ এর স্বেচ্ছাসেবকরা ময়লা আবর্জনা পরিস্কার পরিচ্ছন্নতা করে পাউডার ছিটিয়ে দূষিত জায়গাটি সৌন্দর্য করার পাশাপাশি আবারো এলাকার নাগরিকদের সচেতন করেন।
রাইট টক বাংলাদেশ এর প্রতিষ্ঠাতা ও সভাপতি আল-আমিন এম তাওহীদ, কামরুল হাসান মেহেদী, রাকিব হোসেন শাওন, ইসরাফিল হোসেন, রাকিব হৃদয়, মো. রবিন, রাসেল, রাহাত আহমেদ, রেদোওয়ান, তালহা, আজমাইন নিরব, ইমরান হাদি, মো. ইয়াসিনসহ একঝাঁক স্বেচ্ছাসেবকরা এই কাজে সহযোগীতা এবং টিমে কাজ করছেন।
এই সামাজিক ও মানবিক কাজে সংগঠনটি সবার প্রশংসার পাশাপাশি আর্তমানবতার সেবায় কাজ করে যাবে এবং একটি সুন্দর সমাজ গড়তে সকলের সহযোগীতা একান্তই কামনা করেন রাইট টক বাংলাদেশ।
একুশে সংবাদ/বিএইচ
আপনার মতামত লিখুন :