আনন্দ উল্লাসের মধ্য দিয়ে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) চতুর্থ শ্রেণী কর্মচারী কল্যাণ ক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন ২০২৪-২০২৫ অনুষ্ঠিত হয়েছে। সুষ্ঠ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে বলে জানিয়েছেন প্রার্থীরা।
মঙ্গলবার (২৬ নভেম্বর) রাজধানীতে ক্লাবের নিজস্ব কার্যালয় নির্বাচন অনুষ্ঠিত হয়। দুপুর ২ টা থেকে বিকেল সাড়ে ৫টা পর্যন্ত চলে ভোট গ্রহণ। মোট ভোটার সংখ্যা ৫৩১ জন। নির্বাচনে ৬টি পদে বিপরীতে ১৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন এবং বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন ৮ জন প্রার্থী।
এই নির্বাচনের সভাপতি পদে মোহাম্মদ সাইফুল ইসলাম ও মোঃ আশ্রাফুল ইসলাম খোকন, সহ-সভাপতি পদে মোঃ আব্দুর রাজ্জাক, নূর হোসেন, মোঃ রফিক মিয়া এবং মোঃ ইয়াদুল হক, সাধারণ সম্পাদক পদে মোঃ ওমর ফারুক ও মোঃ রুহুল আমিন মুন্সী, যুগ্ম সাধারণ সম্পাদক পদে মোঃ আব্দুল মালেক ও মোঃ রাজিব মিয়া, কোষাধ্যক্ষ পদে মোঃ সোহেল রানা ও মোঃ সাইফুল ইসলাম খাঁন, প্রচার সম্পাদক পদে মোঃ আলাউদ্দিন এবং নজরুল ইসলাম প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেন।
নির্বাচন চলাকালী সময়ে একাধিক প্রার্থী একুশে সংবাদকে বলেন, সকাল থেকে খুব সুন্দর পরিবেশে ভোট চলছে। নির্বাচনে যে জয়ী হোক তাদের নিয়ে এই ক্লাবের সদস্যদের সুখে-দঃখে পাশে থাকব। আমার সবাই ভাই ভাই।
একাধিক ভোটার বলেন, নির্বাচনে অংশ গ্রহণ করা সকল প্রার্থী আমাদের আপনজন। যেই জয়ী হবে সে সকলকে নিয়ে এই ক্লাবের উন্নয়নে কাজ করবে এটা আমাদের প্রত্যাশা। ক্লাবের সকল সদস্যদের সুখে-দুঃখে পাশে থাকবে এটাই আমাদের কাম্য।
এই নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার বলেন, সকাল থেকে সুন্দর পরিবেশে ভোট গ্রহণ চলছে। সকল প্রার্থীরা তাদের আচরণবিধি মেনে ভোটারদের কাছে ভোট চাইছেন। বাকি সময়টুকু সুন্দরভাবে ভোট দিবেন এটাই সকলের কাছে প্রত্যাশা। কোন বিশৃঙ্খলা হওয়ার সুযোগ নেই। যে কোন ধরনের অপ্রীতিকর ঘটনা রোধে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত রয়েছে।
একুশে সংবাদ/বাবু/এস কে
আপনার মতামত লিখুন :