আনন্দ উল্লাসের মধ্য দিয়ে রাজধানীর পশ্চিম আগারগাঁও কাঁচা বাজার ব্যবসায়ী কমিটির `মমতা বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের ত্রি-বার্ষিক নির্বাচন ২০২৪ অনুষ্ঠিত হয়েছে। ব্যানারে পোস্টারে ছেয়ে গেছে পুরো নির্বাচনী এলাকা।
শনিবার (৩০ নভেম্বর) সমিতির নিজস্ব কার্যালয়ে এই নির্বাচন অনুষ্ঠিত হয়। সকাল ৯টা থেকে বিকেল সাড়ে চারটার পর্যন্ত চলে ভোট গ্রহণ। এতে মোট ভোটার সংখ্যা ৯০০ জন। নির্বাচনে ১২টি পদের বিপরীতে ২৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন। এর মধ্যে দুটি প্যানেলে ২৩ জন এবং তিনজন স্বতন্ত্র প্রার্থী ছিলেন। তবে কোষাধ্যক্ষ পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় একজন প্রার্থী নির্বাচিত হয়েছেন।
এই নির্বাচনে বাবুল-হোসাইন পরিষদে সভাপতি পদে মোঃ বাবুল মিয়া, সহ-সভাপতি মোঃ আলী আকবর, সাধারণ সম্পাদক হোসাইন আহাম্মেদ (লালন), যুগ্ম সম্পাদক হাজী মোঃ শাহ-আলম, এছাড়াও ব্যবস্থাপনা কমিটির সদস্য পদে মোঃ জাহিদুল ইসলাম, মোঃ সুমন আহমেদ, মোঃ সেলিম মিঞা, মোঃ মহি উদ্দিন (মনির), মোঃ মাহাবুব আলম, মোঃ দেলোয়ার হোসেন এবং মোঃ সুজন আহমেদ প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
নির্বাচনে বেলায়েত-রহমত পরিষদে সভাপতি পদে কাজী বেলায়েত হোসেন, সহ সভাপতি মোঃ মোকবুল হোসেন, সম্পাদক মোঃ রহমত উল্লাহ, যুগ্ম সম্পাদক মোঃ আবুল বাশার, কোষাধ্যক্ষ মোঃ পারভেজ হোসেন রাজিব, এছাড়াও ব্যবস্থাপনা কমিটির সদস্য পদে আবুল বরকত ভূঁইয়া, মোঃ হানিফ, রুহুল আমিন, এ.কে.এম. বশির আহম্মেদ মীর, মোঃ তৌফিকুল রহমান চৌধুরী, আবু হাসান এবং মোঃ মারুফ বিল্লাহ প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
নির্বাচন চলাকালীন সময়ে একাধিক প্রার্থী একুশে সংবাদকে বলেন, সকাল থেকে খুব সুন্দর পরিবেশে ভোট গ্রহণ চলছে। আজকে আমাদের মিলন মেলা। যেই জয়ী হবে তার সাথে এক হয়ে এই সমিতির উন্নয়নে কাজ করব।
একাধিক ভোটার বলেন, নির্বাচনে অংশ গ্রহণ করা সকল প্রার্থী আমাদের খুব আপনজন। যেই জয়ী হবে সে সকলকে নিয়ে এই সমিতির উন্নয়নে কাজ করবে এটা আমাদের প্রত্যাশা। সমিতির সকল সদস্যদের সুখে-দুঃখে পাশে থাকবে এটাই আমাদের কাম্য।
এই নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার মাহফুজুল আলম জানান, সকাল থেকে উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ চলছে। প্রার্থীরাও নির্বাচনকে ঘিরে আশাবাদী এবং ভোটারদের সমর্থন পেতে দৃঢ়প্রত্যয়ী ছিলেন। প্রার্থী বা ভোটারদের পক্ষ থেকে কোন ধরনের অভিযোগ পাওয়া যায় নি। কোন বিশৃঙ্খলা হওয়ার সুযোগ নেই। যে কোন ধরনের অপ্রীতিকর ঘটনা রোধে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত রয়েছে।
একুশে সংবাদ/রাফি/বাবু/বিএইচ
আপনার মতামত লিখুন :