শেফা জেনারেল হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার এর শুভ উদ্বোধন ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৪ ডিসেম্বর) বিকেলে রাজধানীর শ্যামলীতে পিসিকালচার হাউজিং সোসাইটির রোড নং ৫ এর ১৩২/ক এ এই উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক মোঃ আলমগীর হোসেন (আলম) ও মোঃ রফিকুল ইসলাম উপস্থিত থেকে সকলের দোয়া কামনা করেন।
আলমগীর হোসেন বলেন, সাধারণ মানুষের চিকিৎসা দেওয়াই আমার এই প্রতিষ্ঠানের মূল উদ্দেশ্য। বর্তমানে ২০ শয্যা বিশিষ্ট আমাদের এই হাসপাতাল। বিশিষ্ট ডাক্তার দ্বারা রোগীদের সেবা দেওয়া হবে। আধুনিক সব যন্ত্রপাতি যুক্ত করা হবে এই হাসপাতালে।
মোঃ রফিকুল ইসলাম বলেন, রোগীদের চাহিদার উপর ভিত্তি করে ২০ শয্যা থেকে ৪০ শয্যা বিশিষ্ট হাসপাতাল বানানো হবে। রোগীদের সেবায় ২৪ ঘন্টা চালু থাকবে এই হাসপাতাল। কোন অনিয়ম থাকবে না।
এ সময়, প্রতিষ্ঠানটির সকল পরিচালক, ডাক্তার, নার্স ও এলাকার গণ্যমাণ্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
একুশে সংবাদ/রাফি/বাবু/বিএইচ
আপনার মতামত লিখুন :