আনন্দ উল্লাসের মধ্য দিয়ে রাজধানীর মহাখালীতে আইসিডিডিআর`বি কর্মচারীবৃন্দের বহুমুখী সমবায় সমিতি লিঃ এর ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। ব্যানারে পোস্টারে ছেয়ে গেছে পুরো নির্বাচনী এলাকা।
বুধবার (০৪ ডিসেম্বর) রাজধানীর মহাখালীত আইসিডিডিআর`বি সমিতির অস্থায়ী কার্যালয়ে নির্বাচন অনুষ্ঠিত হয়। সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলে ভোট গ্রহণ। এতে ভোটার সংখ্যা ১৯৫০ জন। নির্বাচনে ১২ টি পদের বিপরীতে ২৮ জন প্রার্থী প্রতিনিধিত্ব করছেন। এর মধ্যে একজন বিনা প্রতিনিধিতায় নির্বাচিত হয়েছেন। বাকি ১১ টি পদে নির্বাচন হচ্ছে।
নির্বাচনে চেয়ারম্যান পদে মোঃ আব্দুস ছালাম খান ও মোহাম্মদ রফিকুল ইসলাম, সেক্রেটারি পদে দিলারা সুলতানা, মোঃ আলতাফ আহম্মেদ রিয়াজ ও মোঃ মাহফুজুর রহমান মুন্সি, নির্বাহী পরিচালক পদে মোঃ মোরশেদ আলম খান, মোঃ বেলাল আহমেদ, মোঃ ফজলে এলাহী, ডি এম জাহিদ হাসান সিরাজী ও এস এম আমান উল্লাহ, ট্রেজারার পদে মোঃ শাহীন মিয়া, মোঃ কামরুজ্জোহা ও মোঃ নজরুল ইসলাম, এছাড়াও ব্যবস্থাপনা কমিটির পরিচালক পদে মোঃ জামাল হোসেন, সেলিম মিয়া, মোঃ আবুল কালাম, মোঃ শাহ আলম, আল মোকাররম আহমেদ পলাশ, মিন্টু চন্দ্র দাস, বনানী চাকমা, বিশ্ব প্রকাশ ব্যানার্জী, বিথি বিশ্বাস, মোঃ মনির হোসেন, মোঃ সেলিম মিয়া, মোঃ সেলিম হোসেন, নার্গিস সুলতানা, ফয়সাল ভূঁইয়া ও মোঃ ছালা উদ্দিন মোল্লা নির্বাচনে প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
নির্বাচন চলাকালীন সময়ে একাধিক প্রার্থীরা বলেন, সকাল থেকে খুব সুন্দর পরিবেশে ভোট গ্রহণ চলছে। নির্বাচনে যারা প্রার্থী রয়েছেন তারা সবাই একে অন্যের পরিবারের মত। আমি আশা করি নির্বাচনে যেই জয়ী হোক তাদের নিয়ে আগামী দিনে সমিতির সকল সদস্যদের মঙ্গলে কাজ করব।
একাধিক ভোটার বলেন, নির্বাচনে অংশ গ্রহণ করা সকল প্রার্থী আমাদের আপনজন। যেই জয়ী হবে সে সকলকে নিয়ে এই সমিতির উন্নয়নে কাজ করবে এটা আমাদের প্রত্যাশা। সমিতির সকল সদস্যদের সুখে-দুঃখে পাশে থাকবে এটাই আমাদের কাম্য।
এই নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার মোঃ রাজ্জাক উল্লাহ পাটোয়ারী জানান, সকাল থেকে খুব সুন্দর পরিবেশে ভোট গ্রহণ চলছে। প্রার্থীরা নির্বাচনের সকল ধরনের আচরণবিধি মেনে ভোটারদের কাছে ভোট চাইছেন। কোন বিশৃঙ্খলা হওয়ার সুযোগ নেই। যে কোন ধরনের বিশৃঙ্খলায় এড়াতে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত আছেন। কোন অভিযোগ পাওয়া যায় নি।
একুশে সংবাদ/রাফি/বাবু/বিএইচ
আপনার মতামত লিখুন :