রাজধানীর বংশাল থানাধীন আল-জামিয়া মদিনাতুল উলুম মাদ্রাসায় রাতের খাবার খেয়ে শিক্ষক-শিক্ষার্থীসহ ৫০ জন অসুস্থ হওয়ার ঘটনা ঘটেছে।
শনিবার রাত সোয়া ৮টা দিকে অসুস্থদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক ) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়। পরে জরুরি বিভাগের চিকিৎসক তাদের নতুন ভবনের মেডিসিন ওয়ার্ডে রেফার করেন।
মাদ্রাসার শিক্ষক এহসানুর রহমান বলেন, ‘আজকে মাদ্রাসার রাতের খাবার বাইরে থেকে এক ব্যক্তি আমাদেরকে দিয়েছিলেন। সেই খাবার খেয়ে আমাদের মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থীসহ ৫০ জন অসুস্থ হয়ে পড়ে। পরে আমরা দ্রুত ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক তাদের মেডিসিন ভবনে রেফার করেন। বর্তমানে মেডিসিন ভবনে তাদের চিকিৎসা চলছে।’
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, বংশালের একটি মাদ্রাসা থেকে খাবার খেয়ে শিক্ষক-শিক্ষার্থীসহ ৫০ জনকে অসুস্থ অবস্থায় নিয়ে আসা হয়। পরে জরুরি বিভাগের চিকিৎসক তাদের সবাইকে মেডিসিন ভবনে রেফার করেন। বর্তমানে সেখানে তাদের চিকিৎসা চলছে। বিষয়টি সংশ্লিষ্ট থানা-পুলিশকে জানানো হয়েছে।
একুশে সংবাদ/এনএস
আপনার মতামত লিখুন :