রাজধানীসহ সারা দেশে শীতের তীব্রতা বেড়েছে। দেশের বিভিন্ন জেলায় শীতের তীব্রতা বেশি হলেও রাজধানীতে একটু কম। কিন্তু গত এক সপ্তা যাবৎ রাজধানীতেও বেড়েছে শীতের তীব্রতা। তাই রাজধানীর বিভিন্ন সড়ক এবং ফুটপাতে শীতের কাপড়ের জমজমাট ব্যবসা শুরু হয়েছে।
শনিবার (১৪ ডিসেম্বর) রাজধানীর বিভিন্ন এলাকা ঘুরে এমন চিত্র দেখা গেছে। গুলিস্তান, বায়তুল মোকাররম, নবাপুর শীতের কাপড় কিনতে সব শ্রেণীপেশার মানুষকে দোকানগুলোতে ভিড় করতে দেখা যায়।
সরেজমিনে বাইতুল মোকাররমের উত্তর গেটে ফুটপাতের কম্বলের দোকানে ব্যাপক ক্রেতার সমাগম দেখা যায়। সেখান থেকে যে যার মত দাম দর করে প্রয়োজনীয় পণ্যটি সংগ্রহ করছেন।
শীতের কম্বল কিনতে আসা মিজানুর রহমান প্রতিবেদককে জানান, এতদিন শীতের পরিমাণ একটু কম থাকলেও এখন কিছুটা বেড়েছে। তাই পরিবারের জন্য কম্বল কিনতে এসেছি। শোরুমগুলোতে দাম অনেক বেশি তাই ফুটপাতে দেখতে এসেছি। এখানে দাম শোরুমের চেয়ে কিছুটা কম। জিনিস কিন্তু একই।
রাজধানীর মিরপুর থেকে দুই সন্তান নিয়ে মনিরা বেগম এসেছেন তাদের জন্য শীতের ছয়টার কিনতে। তিনি বলেন, প্রতিবছর শীতে ছেলেদের জন্য নতুন সোয়েটার কিনি, তাই এবারও ওদের জন্য সোয়েটারসহ অন্যান্য শীতের কাপড় কিনতে এলাম। শোরুমগুলোতে দাম বেশি তাই বাধ্য হয়েই ফুটপাত থেকে কিনলাম। শোরুমে যে সোয়েটার গুলো ৭০০ থেকে ৮০০ টাকা। মূলত সেগুলোই ফুটপাতে থেকে কেনা যাচ্ছে ৩৫০ থেকে ৪০০ টাকার মধ্যে। তাই বিভিন্ন দোকান ঘুরে দেখে শুনে কম দামে ভালো জিনিস কেনার চেষ্টা করছি।
বায়তুল মোকাররম ফুটপাতের কম্বল বিক্রেতা মিজানুর রহমান জানান, এতোদিন বেচাকেনা কম থাকলেও দু`দিন ধরে বিক্রি বেড়েছে। ঢাকার আশপাশের এলাকা থেকে ক্রেতারা আসছে। ফুটপাতে দাম কিছুটা কম পাওয়ায় ক্রেতা সমাগম বাড়ছে। আমাদের বেচাকেনাও ভালোই।
একুশে সংবাদ/ এস কে
আপনার মতামত লিখুন :