AB Bank
  • ঢাকা
  • বুধবার, ০২ এপ্রিল, ২০২৫, ১৯ চৈত্র ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

মাদকের সঙ্গে জড়িত কাউকে ছাড় দেবেন না ডেমরা থানা


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
০৮:৩২ পিএম, ১৭ ডিসেম্বর, ২০২৪
মাদকের সঙ্গে জড়িত কাউকে ছাড় দেবেন না ডেমরা থানা

মাদক সেবন, বিক্রয়, মদদদাতা ও এর সঙ্গে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না বলে কঠোর হুসিয়ারী দিয়েছেন ডেমরা থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহমুদুর রহমান। এ সময় বাল্য বিবাহ, ইভটিজিং ও সন্ত্রাসবাদ সমাজ থেকে দূর করতে সবাইকে এক সঙ্গে কাজ করার আহ্বান জানান তিনি।

সোমবার রাজধানীর ডেমরায় ঘাসফুল সংগঠনের উদ্যোগে আয়োজিত সাংস্কৃতিক, ক্রীড়া প্রতিযোগীতা, পুরস্কার বিতরণী ও মাদক বিরোধী শীর্ষক আলোচনা সভায় তিনি এ হুসিয়ারী দেন।

এ সময় বক্তারা বলেন, ঘাসফুল সংগঠন বরাবরই ভালো কাজ করছে সমাজের জন্য। মাদকের বিরুদ্ধে তারা বলিষ্ঠ অবস্থান নিয়েছে সরাসরি। সমাজের ব্যাধি দূর করতে মাদক ও দূর্নীতির বিরুদ্ধে সবাইকে একযোগে অবস্থান নেয়ার আহবান জানান।এসময় তারা সামাজিক সংগঠনের মহতী উদ্যোগের প্রশংসা করেন।সমাজ ও দেশের ক্রান্তিকালে যুব সমাজকে এগিয়ে আসতে আহবান প্রদান করেন।

ওসি মাহমুদুর রহমান বলেন, এখানেই আমাকে দেয়া হয়েছে আইনশৃঙ্খলারক্ষা করা এবং এলাকার মানুষের সেবক হিসেবে কাজ করার জন্য। আজকের পর থেকে ডেমরা এলাকা চাঁদাবাজ, সন্ত্রাস ও মাদকমুক্ত থাকবে। মাদকের সঙ্গে জড়িত সবাইকে বলবো, আপনারা একটি আর্দশ সমাজ গড়তে মাদক-সন্ত্রাস থেকে বিরত থাকুন। এইসব অভিযোগে আমার থানায় গ্রেফতার হলেও কাউকে কোনো প্রকার ছাড় দেওয়া হবে না।

ঘাসফুলের ভারপ্রাপ্ত  সভাপতি আলমগীর হোসেন অনিকের সভাপতিত্বে এবং সংগঠনের সাধারণ সম্পাদক সালেহ আহমেদ এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তব্য রাখেন, ডেমরা থানার অফিসার ইনচার্জ মাহমুদুর রহমান, দৈনিক যুগান্তরের সাংবাদিক মাহবুবুর রহমান ভূঁইয়া ও দৈনিক কালবেলার সাংবাদিক নুর আলম ভূইয়া, চ্যানেল আইয়ের এডমিন শওকত লিংকন, বামৈল পশ্চিম পাড়া মসজিদ কমিটির সাধারণ সম্পাদক মাসুদুর রহমান ভুঁইয়া,আনোয়ার পাশা টুকু, মুরাদ হোসেন, জাকারিয়া ফ্যাশনের জিল্লুর রহমান প্রমূখ।

 

একুশে সংবাদ/বিএইচ

Link copied!