বাংলাদেশ অটোমোবাইল ওয়ার্কশপ মালিক সমিতি, বৃহত্তর মিরপুর আঞ্চলিক কমিটির নবনির্বাচিত নেতৃবৃন্দের (৯টি থানা) অভিষেক অনুষ্ঠান ২০২৪ অনুষ্ঠিত হয়েছে। জমকালো আয়োজনের মাধ্যমে এই অনুষ্ঠানের আয়োজন করে সংগঠনটি।
বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) রাতে রাজধানীর মিরপুর ৮নং ওয়ার্ড কমিউনিটি সেন্টারে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের শুরুতে বিজয়ীদের শপথ বাক্য পাঠ করান বাংলাদেশ অটোমোবাইল ওয়ার্কশপ সমিতি কেন্দ্রীয় কমিটির মহাসচিব মোঃ রফিকুল ইসলাম রঞ্জু।
বৃহত্তর মিরপুর আঞ্চলিক কমিটির নবনির্বাচিত সভাপতি মোঃ আলম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ অটোমোবাইল ওয়ার্কশপ সমিতি কেন্দ্রীয় কমিটির সভাপতি ইঞ্জিনিয়ার মোঃ আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ অটোমোবাইল ওয়ার্কশপ সমিতি কেন্দ্রীয় কমিটির প্রধান উপদেষ্টা ও প্রতিষ্ঠাতা সভাপতি আলহাজ্ব মোঃ খায়ের উদ্দীন মন্টু।
৯টি থানার নবনির্বাচিত নেতৃবৃন্দ হলেন, বৃহত্তর মিরপুর আঞ্চলিক কমিটির সভাপতি মোঃ আলম, সহ-সভাপতি মোঃ সুলতান, মোঃ সাগর, মোহাম্মদ আলী, মোঃ সায়েম মাহমুদ, সাধারণ সম্পাদক আল আমিন সিকদার, সাংগঠনিক সম্পাদক মোঃ নূর আলম, সহ সাধারণ সম্পাদক মোঃ মাসুদ রানা, উজ্জ্বল হোসেন জুলু, মাসুদুর রহমান বেলাল, মোঃ বেলাল শিকদার, আসরাফুল ইসলাম কুসুম, টিপু সুলতান শিপন, অর্থ সম্পাদক আব্দুল হামিদ, সহ অর্থ সম্পাদক মোঃ সাদেক, দপ্তর ও প্রচার সম্পাদক মোঃ সাইফুল ইসলাম, সহ দপ্তর ও প্রচার সম্পাদক আলতাফ হোসেন, ধর্ম বিষয়ক সম্পাদক মোহাম্মদ সোহেল রানা, সহ ধর্ম বিষয়ক সম্পাদক মোঃ জাহিদ হোসেন পাপ্পু, ক্রিয়া বিষয়ক সম্পাদক মোঃ রতন মিয়া, সহ ক্রিয়া সম্পাদক রুবেল হোসেন, সাংস্কৃতিক সম্পাদক মোঃ আব্দুল হামিদ ও সহ সাংস্কৃতিক সম্পাদক মোহাম্মদ সিকান্দার।
এসময় বাংলাদেশ অটোমোবাইল ওয়ার্কশপ সমিতি কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ ও অটোমোবাইল ওয়ার্কশপের মালিকরা উপস্থিত ছিলেন।
একুশে সংবাদ/বাবু/এস কে
আপনার মতামত লিখুন :