রাজধানীর সুনামখ্যাত শিক্ষা প্রতিষ্ঠান দক্ষিণ বনশ্রী মডেল স্কুল অ্যান্ড কলেজের সভাপতি হিসেবে নির্বাচিত হলেন (নির্বাচন কমিশনের) সাবেক অতিরিক্ত সচিব ও নিরপেক্ষ সম্পাদক মন্ডলীর সভাপতি ড.মোহাম্মদ জকরিয়া।
সোমবার দক্ষিণ বনশ্রী মডেল স্কুল অ্যান্ড কলেজ, দক্ষিণ বনশ্রী, খিলগাঁও, ঢাকা-১২১৯ এর সভাপতি হিসেবে তাকে নির্বাচিত করা হয়।
এরআগে নির্বাচন কমিশনের সাবেক অতিরিক্ত সচিব ড. মোহাম্মদ জকরিয়ার প্রশাসনের মধ্যে ব্যাপক সুনাম রয়েছে। তিনি নির্বাচন কমিশনের সাবেক অতিরিক্ত সচিব হিসেবে বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন।
এ বিষয়ে জানতে চাইলে ড. মোহাম্মদ জকরিয়া বলেন, প্রতিষ্ঠালগ্ন থেকেই দক্ষিণ বনশ্রী মডেল হাইস্কুল অ্যান্ড কলেজ-ঢাকা সুনামের সঙ্গে শিক্ষার্থীদের পাঠদান করে আসছে। আশা করছি আগামীতেও সেই সুনাম ধরে রেখে সামনের দিকে আরও অগ্রসর হওয়ার চেষ্টা করবো।
তিনি বলেন, সামনেরদিনগুলোতে বিশেষ করে সকলের জন্য শিক্ষা এবং প্রযুক্তি-নির্ভর শিক্ষা পদ্ধতির ব্যাপক অনুশীলনের ব্যবস্থার দিকে বিশেষ নজর দেওয়া হবে।
একুশে সংবাদ/বিএইচ
আপনার মতামত লিখুন :