AB Bank
ঢাকা শুক্রবার, ২৭ ডিসেম্বর, ২০২৪, ১২ পৌষ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ফুটওভার ব্রিজ ব্যবহারে পথচারীদের মাঝে রাইট টক বাংলাদেশ এর সচেতনতা কর্মসূচি


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
০৪:০৬ পিএম, ২৬ ডিসেম্বর, ২০২৪
ফুটওভার ব্রিজ ব্যবহারে পথচারীদের মাঝে রাইট টক বাংলাদেশ এর সচেতনতা কর্মসূচি

সড়কে দূর্ঘটনা ও আহত-নিহত কমাতে "একটি দূর্ঘটনায় সারাজীবনের কান্না-রাস্তা পারাপারে ফুটওভার ব্রিজ ব্যবহার করুন" এই প্রতিপাদ্য সামনে রেখে পথচারীদের মাঝে ব্যতিক্রমী সচেতনতা সৃষ্টি করেছে সামাজিক সংগঠন রাইট টক বাংলাদেশ এর সদস্যরা।

বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত রাজধানীর শাহবাগ ফুটওভার ব্রিজের নিচে এই কর্মসূচি পালন করেন রাইট টক বাংলাদেশ এর স্বেচ্ছাসেবকরা। 

রাইট টক বাংলাদেশ এর এই কর্মসূচি ধারাবাহিকভাবে চলবে জানিয়ে সংগঠনটির প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান আল আমিন এম তাওহীদ বলেন, সরকার লাখ লাখ টাকা খরচ করে রাজধানী জুড়ে ফুটওভার ব্রিজ তৈরি করলেও অসচেতনার কারণে তা ব্যবহার করছে না নগরবাসী। ফলে প্রতিনিয়ত ঘটছে সড়ক দুর্ঘটনা। অথচ নগরবাসীর একটু সচেতনতাই পারে এসব অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা কমাতে। 

তিনি বলেন, রাজধানী শহরের বেশিরভাগ দূর্ঘটনাই ফুটওভার ব্রিজ ব্যবহার না করার কারণে হয়ে থাকে। অনেকেই ফুটওভার ব্রিজ ব্যবহার না করে ঝুঁকি নিয়ে রাস্তা পার হচ্ছেন। শাহবাগে দুটি ফুটওভার ব্রিজ আছে, কিন্তু তারা ব্যবহার করছে না। তারা এটা বোঝেন না সামান্য কয়েক মিনিট বাঁচাতে গিয়ে তাদের জীবনের ঝুঁকি নিচ্ছেন। ঝুঁকিতে ফেলছেন পরিবারকেও। তারপর এখানেই বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয় এবং ঢাকা মেডিকেলসহ গুরুত্বপূর্ণ এলাকায় ফুটওভার ব্রিজ ব্যবহার করছে না। এজন্যই রাইট টক বাংলাদেশ ধারাবাহিক উদ্যোগ নিয়েছে নগরবাসীর মাঝে ফুটওভার ব্রিজ ব্যবহারে অদ্ভুত করা এবং এটি ব্যবহার করলে ক্ষতি হবে নাকি জীবনের জন্য ভাল কিছু বয়ে আনবে সে সম্পর্কে সচেতন করা।

এদিকে সরেজমিনে দেখা যায়,  পথচারীদের ফুটওভার ব্রিজ ব্যবহার না করে রাস্তার মাঝখানে চলে আসলেও রাইট টক বাংলাদেশ এর সদস্যরা তাদেরকে ফিরিয়ে দিয়ে ফুটওভার ব্রিজ ব্যবহার করতে বলেন। তবে রাইট টক বাংলাদেশ এর এমন উদ্যোগ সকলের কাছে প্রশংসনীয় হয়।

কর্মসূচিতে সংগঠনটির আরো অংশ নেয় তানজিল চৌধুরী, মাহমুদ তালহা, আজমাইন হোসেন নিরব, রেদোয়ান খান ও নেহা আক্তার।

 

একুশে সংবাদ/বিএইচ

Link copied!