জমকালো অনুষ্ঠানে মধ্য দিয়ে `নোয়াখালী ক্লাব ঢাকা`র ষষ্ঠ বার্ষিক সাধারণ সভা ২০২৪ অনুষ্ঠিত হয়েছে। শনিবার ২৮ ডিসেম্বর রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ারস ইনস্টিটিউশন মিলনায়তনে এই বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়।
এ সময় সামাজিক যোগাযোগ জুমের মাধ্যমে স্বাগত বক্তব্য রাখেন ক্লাবের সভাপতি মোঃ আতাউর রহমান ভূইয়া (মানিক)। ৫ম বার্ষিক সাধারণ সভার (এজিএম) সিদ্ধান্ত সমূহ পাঠ করেন ক্লাবের সাধারণ সম্পাদক মোঃ আব্দুল হাই। এই (এজিএম) সিদ্ধান্ত সমূহ অনুমোদনের জন্য প্রস্তাব করেন ক্লাবের সদস্য মোঃ রুহুল আমিন এবং সমর্থন করেন এডভোকেট মোঃ জালাল আহম্মেদ (দোলন)।
সভায় বার্ষিক আয় ব্যয় সম্পর্কে অডিট প্রতিবেদন পাঠ করেন ক্লাবের ট্রেজরার মোঃ কামাল উদ্দিন। বার্ষিক আয় ব্যয় অনুমোদনের জন্য প্রস্তাব করেন ক্লাবের সদস্য মোহাম্মদ সেলিম এবং সমর্থন করেন ক্লাবের সদস্য মোঃ মহিউদ্দিন মানিক। এছাড়াও ২০২৪ ২৫ অর্থ বছরের জন্য অডিট ফার্ম নিয়োগের জন্য প্রস্তাব করেন ক্লাবের সদস্য ডা: এম মোক্তার হোসেন এবং সমর্থন করেন ক্লাবের সদস্য শহিদুল্লাহ প্রিন্স।
এ সময় আরো উপস্থিত ছিলেন ক্লাবটির সদস্য মোঃ শামসুদ্দিন আহমেদ সেলিম, তোফাজ্জল হোসেন ফরহাদ, ইমাম হোসেন তারেক, আবুল কালাম আজাদ, আজিজুর রহমান কিরণ, আনোয়ার হোসেন মন্টু, মোঃ মাহফুজুর রহমান কিরণ, মোঃ সেলিম চৌধুরী, মোহাম্মদ মনজুরুল আজিম সুমন, মোঃ জাকির হোসেন পারভেজ, মোঃ সালাহউদ্দিন, আহাম্মদ উল্লাহ, এ.কে.এম আইয়ুব উল্লাহ, ফজলে আজিম (সুধন) সহ এই নোয়াখালী ক্লাবের সম্মানিত সদস্যরা উপস্থিত ছিলেন।
একুশে সংবাদ/রাফি/বাবু
আপনার মতামত লিখুন :