আন্তর্জাতিক বায়ুমান প্রযুক্তি প্রতিষ্ঠান আইকিউএয়ার বায়ুদূষণের তালিকা অনুযায়ী বায়ুদূষণের শীর্ষে অবস্থান করছে বসনিয়া হার্জেগোভিনা, যার স্কোর ২৮৭। আর ২১৭ স্কোর নিয়ে রাজধানী ঢাকার অবস্থান ৬ষ্ঠ, এ স্কোরকে খুবই অস্বাস্থ্যকর বলে বিবেচনা করা হয়।। বৃহস্পতিবার (০২ জানুয়ারি) সকাল সোয়া ১০টার দিকে এই তালিকা প্রকাশ করে।
বিশ্বের দূষিত শহরের তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে ভিয়েতনামের রাজধানী এবং দেশটির দ্বিতীয় বৃহত্তম শহর ‘হ্যানয়’ যার স্কোর ২৭৮। তৃতীয় অবস্থানে রয়েছে পাকিস্তানের করাচী, যার স্কোর ২৪০ আর ২৩৩ স্কোর নিয়ে চতুর্থ স্থানে রয়েছে মঙ্গোলিয়ার উলানবাটন। এছাড়া পঞ্চম স্থানে থাকা ভারতের দিল্লির স্কোর ২১৯।
সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান পর্যবেক্ষণকারী প্রযুক্তি প্রতিষ্ঠান আইকিউএয়ার এ তালিকা প্রকাশ করে থাকে। প্রতিমুহূর্তের বাতাসের মান নিয়ে তৈরি করা একিউআই (এয়ার কোয়ালিটি ইনডেক্স) সূচক একটি নির্দিষ্ট শহরের বায়ু কতটুকু নির্মল বা দূষিত হচ্ছে, সে সম্পর্কে মানুষকে তথ্য দিয়ে আসছে। আর তাদের কোনো ধরনের স্বাস্থ্যঝুঁকি তৈরি হতে পারে কি না, তা জানিয়ে থাকে।
একিউআই স্কোর শূন্য থেকে ৫০ ভালো হিসেবে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ সহনীয় বা মাঝারি হিসেবে গণ্য করা হয়। আর সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর।
একুশে সংবাদ//কা.বে//র.ন
আপনার মতামত লিখুন :