সারা দেশের মতো ঘন কুয়াশায় আচ্ছন্ন রাজধানী ঢাকা। কনকনে ঠাণ্ডা বাতাস সঙ্গে বাড়িয়ে দিয়েছে শীতের অনুভূতি। সঙ্গে রয়েছে মাঝারি থেকে ঘন কুয়াশা। এমতা অবস্থায় গণপরিবহনগুলোকে হেডলাইট জ্বালিয়ে সড়কে চলাচল করতে হচ্ছে । ফলে যানবাহন চলাচল এবং সাধারণ মানুষের দৈনন্দিন কার্যক্রমে কিছুটা ব্যাঘাত ঘটেছে।
আজ বৃহস্পতিবার (২ জানুয়ারি) সকালে টঙ্গী, উত্তরা, বিমানবন্দর, বাড্ডা, খিলক্ষেতসহ আশপাশের এলাকায় এমন দৃশ্য দেখা গেছে।
সরেজমিনে দেখা গেছে, শীতের তীব্রতার সঙ্গে ঘন কুয়াশায় রাজধানীবাসীর জীবনযাত্রাকে কিছুটা ব্যহত করছে। এসব এলাকায় মাঝারি থেকে ঘন কুয়াশার উপস্থিতি দেখা গেছে। ভোর থেকে সকাল পর্যন্ত কুয়াশার ঘনত্ব বেশি থাকার কারণে কিছুটা দূরবর্তী জিনিস স্পষ্টভাবে দেখা যাচ্ছিল না। যদিও বেলা বাড়ার সঙ্গে এমন অবস্থা স্বাভাবিক হয়েছে। তবে ঠান্ডার অনুভূতিও অন্য সময়ের চেয়ে কিছুটা বেশি।
ঘন কুয়াশার কারণে সকাল থেকে স্কুলগামী শিক্ষার্থীরা এবং অফিসগামী মানুষদের বেশ ভোগান্তিতে পড়তে হয়েছে। একইসঙ্গে দুর্ঘটনার সম্ভাবনা এড়াতে চালকরা হেডলাইট জ্বালিয়ে এবং ধীর গতিতে গাড়ি চালাতে বাধ্য হয়েছেন।
একুশে সংবাদ//কা.বে//র.ন
আপনার মতামত লিখুন :