AB Bank
ঢাকা রবিবার, ০৫ জানুয়ারি, ২০২৫, ২০ পৌষ ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

রাজধানী ও গাজীপুরে ছিনতাইয়ের শিকার হয়ে ঢামেকে পুলিশসহ ৩ জন


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
০১:৩৩ পিএম, ২ জানুয়ারি, ২০২৫
রাজধানী ও গাজীপুরে ছিনতাইয়ের শিকার হয়ে ঢামেকে পুলিশসহ ৩ জন

রাজধানী ও গাজীপুরে পৃথক তিন ছিনতাইয়ের ঘটনায় আহত হয়ে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসা নিয়েছেন পুলিশ সদস্যসহ তিনজন।

গতকাল বুধবার দিবাগত রাত থেকে আজ বৃহস্পতিবার ভোর পর্যন্ত এসব ছিনতাইয়ের ঘটনা ঘটে।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক গনমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, আহতদের মধ্যে দুজনকে হাসপাতালে ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।

বুধবার রাত পৌনে ১২টার দিকে যাত্রাবাড়ীর কাজলা মিনা বাজার এলাকায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে রাজন বর্মন (১৭) নামে এক যুবক গুরুতর আহত হন। আহত রাজন নারায়ণগঞ্জ আড়াইহাজার উপজেলার দয়াকান্দি গ্রামের রমেশ বর্মনের ছেলে। যাত্রাবাড়ীর কাজলা পেট্রোল পাম্পের পাশে ভাড়া থাকতেন তিনি।

আহত যুবকের বাবা রমেশ বর্মন বলেন, ‘আমার ছেলে দনিয়া কলেজের প্রথমবর্ষের শিক্ষার্থী। গতরাতে কাজলা মিনা বাজারের গলি দিয়ে পায়ে হেঁটে বাসায় ফিরছিল আমার ছেলে। এ সময় অজ্ঞাত তিন ছিনতাইকারী আমার ছেলের কাছ থেকে মোবাইল ছিনিয়ে নিতে চাইলে সে বাধা দেয়। পরে ছিনতাইকারীরা আমার ছেলের বুকের বামপাশে ছুরিকাঘাত করে পালিয়ে যায়।’

পরে খবর পেয়ে রাজনকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিলে জরুরি বিভাগের চিকিৎসক প্রাথমিক পরীক্ষা-নিরীক্ষা করে ১০২ নম্বর ওয়ার্ডে তাকে ভর্তি দেন বলেও জানান রমেশ বর্মন।

এদিকে, আজ বৃহস্পতিবার ভোর ৬টার দিকে খিলগাঁওয়ের গোড়ান আদর্শ গলির সামনের রাস্তায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে মো. কাজল আহমেদ (৪৪) নামে এক ব্যক্তি গুরুতর আহত হয়েছেন।

কাজলের ভাগ্নি তন্নী হাসপাতালে সাংবাদিকদের বলেন, ‘মামা অটোরিকশায় যাওয়ার পথে গোড়ান আদর্শ গলির সামনে তিনজন ছিনতাইকারী মোটরসাইকেলে এসে চাপাতি দিয়ে মামার পায়ে আঘাত করে। এসময় ছিনতাইকারীরা মামার কাছ থেকে মোবাইলসহ নগদ পাঁচ হাজার টাকা নিয়ে পালিয়ে যায়। পরে আমরা খবর পেয়ে মামাকে ঢাকা মেডিকেলে নিলে চিকিৎসক তাঁকে ৪ নম্বর ওয়ার্ডে ভর্তি দেন।’

অন্যদিকে, গাজীপুরে টঙ্গী পশ্চিম থানা এলাকায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে মো. মোশারফ হোসেন নামে এক পুলিশ সদস্য গুরুতর আহত হয়েছেন। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টার দিকে গুরুতর আহত অবস্থায় তাঁকে ঢামেকের জরুরি বিভাগে নিয়ে আসা হয়।

তাঁকে হাসপাতালে নিয়ে আসা আরেক পুলিশ সদস্য নূর মোহাম্মদ জানান, আজ ভোর সাড়ে ৫টার দিকে টঙ্গীর সবুজবাগের বাসা থেকে পিকআপে করে বাসার মালপত্র নিয়ে টাঙ্গাইল যাওয়ার সময় চার থেকে পাঁচজন ছিনতাইকারী পাথর ছুঁড়ে পিকআপের গতিরোধ করে। পরে ছিনতাইকারীরা পায়ের বামপাশে ছুরিকাঘাত করে পুলিশ সদস্য মোশারফের কাছে থাকা নগদ ২৫ হাজার টাকা ও একটি মোবাইল নিয়ে পালিয়ে যায়। পরে খবর পেয়ে দ্রুত তাঁকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নেওয়া হয়।

নূর মোহাম্মদ আরও জানান, সম্প্রতি কনস্টেবল মোশারফের বদলি হয়েছে। এ কারণে বাসার মালপত্র নিয়ে তিনি টঙ্গী থেকে টাঙ্গাইলের ধনবাড়ী থানায় তাঁর নতুন কর্মস্থলে যাচ্ছিলেন। জরুরি বিভাগের ৪ নম্বর ওয়ার্ডের তাঁর চিকিৎসা চলছে।

ঢামেক হাসপাতাল ক্যাম্পের পুলিশ পরিদর্শক মো. ফারুক জানান, ছিনতাইয়ের তথ্যগুলো সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।

 

একুশে সংবাদ/এনএস

Link copied!