বাংলাদেশের শ্রমিক আন্দোলনের কিংবদন্তী, শোষণ ও বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার লড়াইয়ের আজীবন বিপ্লবী, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্রের (টিইউসি) সংগ্রামী সভাপতি, বীর মুক্তিযোদ্ধা, প্রখ্যাত শ্রমিক নেতা সহিদুল্লাহ চৌধুরীর মরদেহ সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য আজ সকাল ১০ টায় কেন্দ্রীয় শহীদ মিনারে রাখা হয়। এইসময় প্রয়াত নেতাকে সর্বস্তরের মানুষের পক্ষ থেকে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়।
যেসব সংগঠন ও দল প্রয়াত নেতাকে জানান তারা হলো বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্র (টিইউসি), বাংলাদেশের কমিউনিষ্ট পার্টি, গণফোরাম, বাংলাদেশ জাসদ, বাংলাদেশের সমাজতাত্ত্বিক দল, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ), বাম গণতান্ত্রিক ফ্রন্ট, বিশ্ব ট্রেড ইউনিয়ন ফেডারেশন, শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ (স্কপ), শ্রম সংস্কার কমিশন, মুক্তিযুদ্ধে ন্যাপ-কমিউনিষ্ট- পার্টি- ছাত্র ইউনিয়নের গেরিলা কমান্ডার গন, মনিসিংহ-ফরহাদ স্মৃতি ট্রাস্ট, ঐক্য ন্যাপ, বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, ফ্যাসিবাদ বিরোধী বাম মোর্চা, খেলাঘর, বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল, বাংলাদেশ লেবার ফেডারেশন, বাংলাদেশ জাতীয় শ্রমিক ফেডারেশন, কর্মজীবী নারী,বিজিএমইএ প্রতিনিধি, বাংলাদেশ ইনস্টিটিউট অব লেবার স্টাডিজ- বিলস, ডাব্লিউআরসি, বাংলাদেশ যুব ইউনিয়ন, বাংলাদেশ কৃষক সমিতি, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, ক্ষেতমজুর সমিতি, ঢাকা বিশ্ববিদ্যালয় ৪র্থ শ্রেণি কর্মচারী ইউনিয়ন, ট্যানারি ওয়ার্কার্স ইউনিয়ন, ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়ন বাংলাদেশ (ইনসাব), বাংলাদেশ রেল শ্রমিক ইউনিয়ন, বাংলাদেশ গার্মেন্ট ও সোয়োটার্স শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্র, গার্মেন্টস শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্র, উদীচী শিল্পী গোষ্ঠী, ইন্ডাস্ট্রি অল বাংলাদেশ, লেবার কোর্ট বার এসোসিয়েশনসহ বিভিন্ন শ্রমজীবী, রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও সংগঠনের নেতৃবৃন্দ ও শুভানুধ্যায়ীগন।
শহীদ মিনারের আনুষ্ঠানিকতা শেষে তার মরদেহ নিয়ে যাওয়া হয় ডেমরার নিজ বাড়ীতে। সেখানে মুক্তিযোদ্ধা হিসেবে সরকারের পক্ষ থেকে তাকে গার্ড অব অনার দেয়া হয়। বাদ যোহর বাওয়ানী উচ্চ বিদ্যালয় মাঠে জানাযা শেষে ডেমরা পারিবারিক কবরস্থানে সমাহিত করা হয়।
জনাব সহিদুল্লাহ চৌধুরী গতকাল ৩ জানুয়ারি`২০২৫ ইং তারিখ দুপুর ২;০০ ঘটিকায় ডেমরার নিজ বাসভবনে মৃত্যুবরণ করেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্নালিল্লাহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৩ বছর। তিনি দীর্ঘদিন যাবত বার্ধক্যজনিত বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছিলেন।
একুশে সংবাদ/ এস কে
আপনার মতামত লিখুন :