রাজধানীর অভিজাত এলাকা হিসেবে পরিচিত বনানীতে ‘এরাবিয়ান কোজি’ নামক রেস্টুরেন্ট ও শিশা লাউঞ্জে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের গুলশান সার্কেলের (ঢাকা মেট্রো কার্যালয়- উত্তর) পরিদর্শক এই অভিযান পরিচালনা করেন বলে জানা যায়।
সোমবার (৬ জানুয়ারি) এ অভিযান পরিচালনা করা হয়। এই বিষয়ে বনানী থানায় একটি মামলা দায়ের হয়েছে।
৩ জনকে গ্রেপ্তারের পরও এ ঘটনায় পলাতক আসামীদের মধ্যে রয়েছে মো. জাকির সরকার (২৭), জর্জ কুবেল পেরেরা (৩৪), রায়হান (২৫), সোলাইমান হোসেন রনি (২৪), পলাশ কস্তা (৪২) এবং সাদার আহিদ জামান ওরফে নিলয় (২৬)।
অভিযানে শিশা ব্যবসার আড়ালে মদ ও মাদকের আলামত পাওয়া গেছে বলে জানা যায়। অভিযানের সময় ৬ ক্যান বিয়ার, ২ কেজি শিশা ও ১১টি হুক্কা উদ্ধার করা হয়েছে বলে জানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
একুশে সংবাদ/বিএইচ
আপনার মতামত লিখুন :