রাজধানী আবারও কুয়াশার চাদরে ঢাকা পড়েছে। সঙ্গে শীতের তীব্রতাও বেড়েছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, বুধবার (৮ জানুয়ারি) দিনভর সূর্যের দেখা না পাওয়ার সম্ভাবনা রয়েছে।
সকালে দেশের সর্বনিম্ন তাপমাত্রা যশোরে রেকর্ড করা হয়েছে ১২ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। এ সময় রাজধানী ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৬ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস।
আবহাওয়াবিদ হাফিজুর রহমান জানিয়েছেন, ঘন কুয়াশার কারণে বুধবার রাজধানী ঢাকা ও আশপাশের এলাকায় সূর্যের দেখা না পাওয়ার সম্ভাবনা রয়েছে। ফলে দিনের বেলাতেও শীতের অনুভূতি বাড়তে পারে। রাতের শীতও আগের দিনের তুলনায় কিছুটা তীব্র হতে পারে বলে তিনি উল্লেখ করেন।
তিনি আরও জানান, কুয়াশার ঘনত্ব বেড়ে যাওয়ায় দিনের বেলাতেও শীতের তীব্রতা অনুভূত হচ্ছে। তবে আগামী ২-৩ দিনের মধ্যে দিনের শীত কিছুটা কমে আসতে পারে। যদিও পুরো জানুয়ারি মাস জুড়ে শীত অব্যাহত থাকবে।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, বুধবার সকাল ১০টা থেকে পরবর্তী ৩ থেকে ৫ ঘণ্টার মধ্যে দেশের নদী অববাহিকায় ঘন কুয়াশার কারণে দৃষ্টিসীমা ৪০০ মিটারে নেমে আসতে পারে। কিছু এলাকায় দৃষ্টিসীমা আরও কম হতে পারে বলে সতর্ক করা হয়েছে।
এ অবস্থায় নদী অঞ্চলে চলাচলকারী নৌযানগুলোকে বিশেষ সতর্কতা অবলম্বন করে চলার নির্দেশনা দেওয়া হয়েছে।
একুশে সংবাদ/এনএস
আপনার মতামত লিখুন :