AB Bank
ঢাকা শুক্রবার, ১০ জানুয়ারি, ২০২৫, ২৫ পৌষ ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

শাহবাগ ছাড়লেন আন্দোলনরত বিডিআর পরিবারের সদস্যরা


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
০৫:২১ পিএম, ৯ জানুয়ারি, ২০২৫
শাহবাগ ছাড়লেন আন্দোলনরত বিডিআর পরিবারের সদস্যরা

বিডিআর হত্যাকাণ্ডের পুনঃতদন্তের দাবিতে দুই ঘণ্টার অবরোধ শেষে রাজধানীর শাহবাগ থেকে সরে গেছেন আন্দোলনরত বিডিআর সদস্যদের পরিবার। এর ফলে শাহবাগে যান চলাচল স্বাভাবিক হয়েছে।

বৃহস্পতিবার (৯ জানুয়ারি) বিকেল সোয়া ৩টায় তারা শাহবাগ ছেড়ে কেন্দ্রীয় শহীদ মিনারে ফিরে যান। বিষয়টি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক মাহিন সরকার নিশ্চিত করেছেন।

সমন্বয়ক মাহিন সরকার জানান, শাহবাগ থেকে ফিরে গেলেও কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান কর্মসূচি অব্যাহত থাকবে। তিনি বলেন, দুই ঘণ্টার মধ্যে সরকারের পক্ষ থেকে সুনির্দিষ্ট ঘোষণা না এলে যেকোনো অপ্রীতিকর পরিস্থিতির জন্য সরকারকে দায়ী থাকতে হবে।

এর আগে, বৃহস্পতিবার (৯ জানুয়ারি) দুপুর দেড়টার দিকে বিডিআর হত্যাকাণ্ডের পুনঃতদন্তের দাবিতে আন্দোলনকারীরা শাহবাগ মোড়ে অবরোধ শুরু করেন। এতে ওই এলাকায় তীব্র যানজট সৃষ্টি হয়। পরিস্থিতি সামাল দিতে সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।

বিডিআর হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচারের দাবিতে ভুক্তভোগী পরিবারগুলোর অন্তত ৬০০-৭০০ সদস্য শাহবাগ মোড়ে বিক্ষোভ করেছেন। তারা বিচারের দাবিতে বিভিন্ন স্লোগান দেন এবং বক্তব্যে বলেন, ‘যতক্ষণ ইনসাফ প্রতিষ্ঠিত না হয়, ততক্ষণ লড়াই চালিয়ে যাবেন’।

শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খালেদ মুনসুর জানান, বিডিআর বিদ্রোহের ঘটনায় চাকরিচ্যুত সদস্য এবং তাদের পরিবারের সদস্যরা দ্বিতীয় দিনের মতো এ আন্দোলনে অংশ নিয়েছেন। দুপুরে তারা শাহবাগ মোড় অবরোধ করেন, এতে পুরো এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ মোতায়েন করা হয়েছে বলে তিনি জানান।

এর আগে, সকালে কেন্দ্রীয় শহীদ মিনারে সংবাদ সম্মেলনে চাকরিচ্যুত বিডিআরের সদস্যরা বলেন, পিলখানা হত্যা মামলার বিচার ব্যবস্থা নিয়ে প্রহসন চলছে। সব মিথ্যা মামলা বাতিল ও কারাবন্দি সদস্যদের মুক্তির দাবি জানান তারা। কেরানীগঞ্জে আদালত বসার কথা থাকলেও তা না হওয়ায় একে ষড়যন্ত্র হিসেবে দেখছেন তারা।

পিলখানা হত্যাকাণ্ড পরিকল্পিত উল্লেখ করে অবরোধকারীরা বলেন, দেশবিরোধী চক্রান্তের শিকার হয়েছেন বিডিআর সদস্যরা। কারাবন্দিদের মুক্তিসহ ৩ দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মসূচি চালিয়ে যাওয়া হবে।

বিডিআর হত্যাকাণ্ডের পুনঃতদন্ত, চাকরিচ্যুতদের পুনর্বহাল ও কারাগারে বন্দিদের মুক্তিসহ সাত দফা দাবি নিয়ে চাকরিচ্যুত সাবেক বাংলাদেশ বর্ডার গার্ডের (বিডিআর) ৯ সদস্য বুধবার (৮ জানুয়ারি) শাহবাগে পদযাত্রা করেছেন। পূর্বঘোষণা অনুযায়ী তারা প্রথমে কেন্দ্রীয় শহীদ মিনার জড়ো হন। পরে প্রধান উপদেষ্টার বাসভবন অভিমুখে পদযাত্রা করেন। পদযাত্রাটি শাহবাগ থানার সামনে এলে পুলিশ তাদের আটকে দেয়। পরে আইনশৃঙ্খলা বাহিনীর মধ্যস্থতায় একটি প্রতিনিধি দল তাদের দাবি-দাওয়া সম্বলিত একটি স্মারকলিপি নিয়ে প্রধান উপদেষ্টার বাসভবনে যান। পিলখানা হত্যাকাণ্ডের পুনঃতদন্ত, চাকরিচ্যুতদের পুনর্বহাল, কারাবন্দিদের মুক্তিসহ সাত দাবিতে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে স্মারকলিপি দেওয়া হয়। বুধবার দুপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নির্বাহী কমিটির সদস্য মাহিন সরকারের নেতৃত্বে চাকরিচ্যুত বিডিআর সদস্যদের ৯ সদস্যের প্রতিনিধি দল যমুনায় গিয়ে এ স্মারকলিপি দেন।

বৃহস্পতিবারের মধ্যে তাদের দাবি পূরণ না হলে ‘শাহবাগ ব্লকেড’সহ লাগাতার কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছেন বিডিআর জওয়ানরা। চাকরিচ্যুত বিডিআর সদস্যদের অন্যান্য দাবি হলো– রিমান্ডে বিডিআর সদস্যদের মৃত্যুর সঠিক কারণ উদঘাটনের মাধ্যমে বিচারসহ মৃতদের পরিবারকে ক্ষতিপূরণ, কমিশনকে স্বাধীনভাবে কাজ করার সুযোগ, জুলাই বিপ্লবের ঘোষণাপত্রে ক্ষতিগ্রস্ত বিডিআর সদস্যদের দাবি অন্তর্ভুক্ত ও ২৫ ফেব্রুয়ারিকে সেনা হত্যা দিবস ঘোষণা।
 

একুশে সংবাদ/এনএস

Link copied!