রাণীভবানী, উত্তরা গণভবন, কাঁচাগোল্লা, বনলতা সেন ও চলনবিল খ্যাত উত্তর জনপদের এক ঐতিহাসিক জেলা নাটোর। ঢাকস্থ নাটোরবাসীর প্রাণের নাটোর উৎসব-২০২৫ নামে এক বর্ণিল মিলনমেলার আয়োজন করা হয়েছে।
শুক্রবার (১৭ জানুয়ারি) রাজধানীর লালমাটিয়া হাউজিং সোসাইটি স্কুল ও কলেজ মাঠে এই নাটোর উৎসব এর আয়োজন করে ঢাকাস্থ নাটোর জেলা সমিতি। অনুষ্ঠানে নাটোর জেলার ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি তুলে ধরার পাশাপাশি স্মৃতিচারণ, গল্পগুজব, খেলাধুলা, আপ্যায়ন ও মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করে সংগঠনটি।
কোরআন তেলওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের শুরুতে ঢাকাস্থ নাটোর জেলা সমিতির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সাধারণ সভা শেষে বেলুন ও পায়রা উড়িয়ে এই নাটোর উৎসব-২০২৫ এর শুভ উদ্বোধন করেন নেতৃবৃন্দ।
নাটোর জেলা সমিতি, ঢাকা`র সভাপতি মো: শামসুল আলম মল্লিক এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন সংগঠনটির সাধারণ সম্পাদক এ জেড এম নাফিউল ইসলাম, নাটোর উৎসব-২০২৫ এর আহবায়ক ও সংগঠনটির সহ-সভাপতি মোঃ জমশের আলী, নাটোর উৎসব-২০২৫ এর সদস্য সচিব ও সংগঠনটির সহ-সভাপতি মোঃ সিরাজুল ইসলাম নান্নু সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দরা।
স্বাগত বক্তব্যে সমিতির সভাপতি মো: শামসুল আলম মল্লিক সকলকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে বলেন, আজ আমাদের মিলন মেলা। সকলের সাথে সবার দেখা হওয়ার প্লাটফর্ম, এই ঢাকাস্থ নাটোর জেলা সমিতির উন্নয়নের জন্য আমি সবসময় কাজ করেছি ভবিষ্যৎতেও করব। নতুন নেতৃবৃন্দ এই সমিতির উন্নয়নের জন্য সবসময় আন্তরিক থাকবে বলে আমার বিশ্বাস। সকল ঢাকাস্থ নাটোর বাসীর নেতৃত্বে এই সমিতি সামনের এগিয়ে যাবে ও সকল কার্যক্রম নিয়মিত অনুষ্ঠিত হবে।
সাধারণ সম্পাদক এ জেড এম নাফিউল ইসলাম বলেন, ঢাকাস্থ নাটোর বাসীর নেতৃত্বে আজ আমরা একটি বৃহৎ সমিতিতে পৌঁছাতে পেরেছি। এই সমিতির মাধ্যমে আমরা যে কোন দূর্যোগ মোকাবেলায় সহায়তা করেছি। স্কুল, কলেজ, মাদ্রাসায় সহায়তা প্রদান করেছি। ছাত্র ছাত্রীদের বৃত্তি প্রদান ও অসহায় ছেলে মেয়েদের বিনামূল্যে পড়াশোনা ব্যবস্থা ও বাৎসরিক মিলাদ মাহফিল এর আয়োজন সহ বিভিন্ন উন্নয়ন কার্যক্রম পরিচালনা করা হয়।
তিনি আরও বলেন, আমরা যে কোন পরিস্থিতিতে এই নাটোর বাসীর উন্নয়নে পিছপা হইনি, ভবিষ্যৎতেও হব না। আমরা সকল ঢাকাস্থ নাটোর বাসী এক সাথে মিলে মিশে এই সমিতির কার্যক্রম বৃদ্ধি করব। এ সময় ২০২৪ সালের আয় ব্যায় তুলে ধরেন তিনি।
নাটোর উৎসব-২০২৫ এর আহবায়ক ও সংগঠনটির সহ-সভাপতি মোঃ জমশের আলী সকল নাটোর বাসীকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে বলেন, আমি সবসময় এই ঢাকাস্থ নাটোর বাসীর উন্নয়ন করার চেষ্টা ররেছি। আগামী দিনগুলিতেও পাশে থাকব। সকলের প্রচেষ্টায় আমরা এই সংগঠনকে অনেক দূর নিয়ে যেতে চাই।
এই নাটোর উৎসব-২০২৫ এর নিবন্ধন, আমন্ত্রণ ও প্রচার উপকমিটির আহবায়ক প্রকৌশলী মোঃ আব্দুর রশীদ ও সদস্য সচিব প্রকৌশলী মোঃ জাকির আহমেদ সহ বিশিষ্ট নাগরিক, রাজনৈতিক নেতৃবৃন্দ, ব্যবসায়ী, উদ্যোক্তা, শিক্ষাবিদ, সরকারি-বেসরকারি উর্দ্ধতন কর্মকর্তা, সুধীজন ও সমিতির আজীবন সদস্যসহ নাটোর জেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
একুশে সংবাদ/বাবু/ এস কে
আপনার মতামত লিখুন :