আনন্দ উল্লাসের মধ্য দিয়ে রাজধানীর বাংলাবাজার ছাট কাগজ ব্যবসায়ী বহুমুখী সমবায় সমিতি লিঃ এর ত্রি-বার্ষিক নির্বাচন (২০২৫-২০২৭) অনুষ্ঠিত হয়েছে। পছন্দের প্রার্থীদের ভোট দিচ্ছেন ভোটাররা। ব্যানারে পোস্টারে ছেয়ে গেছে পুরো নির্বাচনী এলাকা।
শনিবার (১৯ জানুয়ারি) সমিতির কার্যালয় এই নির্বাচন অনুষ্ঠিত হয়। সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলে ভোট গ্রহণ। নির্বাচনে ৯টি পদের বিপরীতে, দুটি প্যানেলে ১৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। মোট ভোটার সংখ্যা ১৩২ জন।
জালাল-মতিউর-সিরাজুল পরিষদে সভাপতি পদে মোঃ জালাল মোল্লা, সহ-সভাপতি মোঃ কাইয়ুম শেখ, সাধারন সম্পাদক মোঃ মতিউর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ জাকির হোসেন মোল্লা, কোষাধ্যক্ষ সিরাজুল ইসলাম, এছাড়াও ব্যবস্থাপনা কমিটির সদস্য পদে মোঃ ইমরান হোসেন সাদ্দাম, মোঃ জাকির হোসেন, মোঃ জুলহাস শেখ ও মোঃ আবুল হোসেন প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
নির্বাচনে আকবর-ফিরোজ-ওয়াজেদ পরিষদে সভাপতি পদে মেঃ আকবর আলী খান, সহ-সভাপতি মোঃ নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক ফিরোজ উল বারী, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ কাজী জাহাঙ্গীর, কোষাধ্যক্ষ মোঃ ওয়াজেদ আলী, এছাড়াও ব্যবস্থাপনা কমিটির সদস্য পদে মোঃ বিল্লাল হোসেন, মোঃ মাসুদ রায়হান, মোঃ সাইফুল ইসলাম, মোঃ আব্দুর রশিদ প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
নির্বাচন চলাকালীন সময়ে একাধিক প্রার্থী একুশে সংবাদকে বলেন, খুবই সুন্দর একটি নির্বাচন পরিচালনা করছেন নির্বাচন কমিশনার। আমরা প্রার্থীরা সবাই ভাই ভাই। যেই জয়ী হবে তার সাথে এক হয়ে এই সমিতির উন্নয়ন করব। এই সমিতির উন্নয়ন করার লক্ষ্য নিয়েই আমরা প্রার্থী হয়ে প্রতিদ্বন্দ্বিতা করছি। যেই জয়ী হবে সে আমাদের সমিতির উন্নয়ন করবে।
একাধিক ভোটার বলেন, আজ আমাদের মিলন মেলা। সবার সাথে দেখা হওয়ায় আমরা আনন্দিত। নির্বাচনে অংশ গ্রহণ করা সকল প্রার্থী আমাদের আপনজন। যেই জয়ী হবে সে সকলকে নিয়ে এই ছাট কাগজ ব্যবসায়ীদের উন্নয়নে কাজ করবে এটা আমাদের প্রত্যাশা। সকল সদস্যদের সুখে-দুঃখে পাশে থাকবে এটাই আমাদের কাম্য।
এই নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার মোঃ রাশেদ আলম জানান, নির্বাচনটি সম্পূর্ণ নিরপেক্ষ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে। প্রার্থীরা একে অপরের প্রতি আন্তরিক। কোন বিশৃঙ্খলা হওয়ার সুযোগ নেই। যে কোন ধরনের অপ্রতিকার ঘটনা রোধে আইন শৃঙ্খলা রক্ষা কারী বাহিনীর সদস্যরা উপস্থিত রয়েছেন।
তিনি আরও বলেন, নির্বাচন পরিচালনা কমিটির সদস্য খোরশেদ জাহান জুয়েল ও মোঃ মনিরুজ্জামান উপস্থিত থেকে দায়িত্ব পালন করেন। নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক মোঃ মুক্তার হোসেন ভূঁইয়া নির্বাচনী কার্যক্রম নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে।
একুশে সংবাদ/রাফি/বাবু
আপনার মতামত লিখুন :